কেন্ট, 21 সেপ্টেম্বর: অনবদ্য হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur) । ক্যাপ্টেনের ব্যাটে রানের পাহাড় গড়ল ভারতীয় মহিলা দল । ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র 5 উইকেটে 333 রান তুলল 'কউর অ্যান্ড কোং' । 111 বলে 143 রানের বিধ্বংসী ইনিংস খেললেন ক্যাপ্টেন (Harmanpreet Kaur century) ।
হরমনপ্রীতের ইনিংস এদিন সাজানো ছিল 18টি চার এবং 4টি ছয় । দীপ্তি শর্মার সঙ্গে জুটি বেঁধে তুললেন 50 রান । রান রেট 17.75 । যা মহিলাদের ওডিআই ক্রিকেটে রেকর্ড । ব্যাটারদের শেষ 4 ওভারে উঠল 71 রান । মাত্র 100 বলে 100 করে আরও ভয়ংকর হয়ে ওঠেন হরমনপ্রীত (India set record total against England) । শেষ 43 রান করলেন মাত্র 11 বলে । 'মাত্র' 400 স্ট্রাইক রেটে প্রায় দু'ওভার ব্যাট করলেন ।