হ্যামিলটন, 22 মার্চ : জয় ছাড়া গতি নেই ৷ এমন অবস্থায় বাংলাদেশের বিরুদ্ধে মিতালিদের ঝাঁঝালো পারফরম্যান্সের প্রতীক্ষায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা ৷ সেডন পার্কে টস জিতে মঙ্গলবার শুরুটা দারুণ করেছিলেন ভারতের দুই ওপেনার ৷ ফের অর্ধশতরান করলেন যস্তিকা ভাটিয়া ৷ তবু প্রতিযোগীতায় নবাগত বাংলাদেশের বিরুদ্ধে দানা বাঁধল না ভারতের ব্যাটিং ৷ নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে 229 রানে বেঁধে রাখল প্রতিবেশী দেশ (India set a target of 230 runs against Bangladesh) ৷
পাকিস্তানের কাছে ওয়েস্ট ইন্ডিজের অবাক হারের সুবিধা 'উইমেন ইন ব্লু' নিতে পারল কি না, সেটা সময় বলবে ৷ তবে বাংলাদেশের বিরুদ্ধে মিতালি-মন্ধনাদের ব্যাট হাতে যে আগ্রাসী মনোভাব দেখানোর প্রয়োজন ছিল তা এল না এদিন ৷ একাদশে ফেরা ওপেনার শেফালি বর্মা 42 বলে 42 রান করলেও আরেক ওপেনার মন্ধনা 30 রান করলেন 51 বল খেলে ৷ তবে 15 ওভারে ওপেনিং জুটিতে ওঠা 74 রানে ভর করে মিডল অর্ডার তৎপরতা দেখালে রানটা তিনশো ছুঁতেই পারত ৷ সেই তৎপরতাও দেখাতে ব্যর্থ মিডল-অর্ডার ৷ যস্তিকা 50 রান করতে খরচ করলেন 80 বল (Yastika Bhatia scires 50 runs from 80 balls) ৷ যদিও সেটা খানিক বাধ্য হয়েই ৷