জিকে বারহা, 19 ডিসেম্বর: ওয়ান্ডারার্সে প্রথম ম্যাচে জয়ের পর জিকেবারহায় দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয়ের লক্ষ্যে কেএল রাহুলের দল ৷ যদিও দিনের শুরুটা এদিন মনের মতো হয়নি ৷ টসে হেরে এদিন প্রথম ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ভারত ৷ তবে প্রোটিয়া আক্রমণের সামনে সাই সুদর্শন এবং কেএল রাহুল ছাড়া আর কেউই সেভাবে টিকতে পারেননি ৷ ফলত মাত্র 211 রানেই অলআউট হয়ে গেল টিম ইন্ডিয়া ৷
এই পিচে লড়াকু স্কোর তৈরি করতে দরকার ছিল পার্টনারশিপ ৷ এইডেন মার্করামের রণকৌশল রাহুল-সুদর্শন ছাড়া আর কেউই সেভাবে ধরতে পারেননি ৷ প্রথম ওভারেই ফিরে যান রুতুরাজ গায়কোয়াড় ৷ মাঠে মাটি কামড়ে পড়ে থাকার চেষ্টা করেন তিলক বর্মা ৷ তবে সেই চেষ্টা মঙ্গলবার সাফল্য পায়নি ৷ ভরসা বলতে সেই কেএল রাহুল ৷ কঠিন পিচে সাইকে সঙ্গে নিয়ে জুটি বাঁধেন তিনি ৷ 68 রানের এই পার্টনারশিপের হাত ধরে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে মেন ইন ব্লু ৷ কিন্তু 62 রানে সুদর্শন ফিরতেই ফের শুরু হয় ব্যাটিং ধ্বস ৷