মেলবোর্ন, 6 নভেম্বর: জিম্বাবোয়ের বিরুদ্ধে নিজেদের ম্যাচের ফলাফলের অপেক্ষায় থাকতে হয়নি ৷ দিনের প্রথম ম্যাচে ডাচরা দক্ষিণ আফ্রিকাকে হারাতেই শেষ চার নিশ্চিত হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার ৷ তাই দুশ্চিন্তা ঝেড়ে ফেলেই মেলবোর্নে জিম্বাবোয়ের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামে 'রোহিত অ্যান্ড কোং' ৷ অধিনায়ক রোহিত, চলতি প্রতিযোগিতায় দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি এদিন বড় ইনিংস গড়তে করতে ব্যর্থ হলেও স্কোরবোর্ডে বড় রান তুলল ভারত ৷ সৌজন্যে লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবের অর্ধশতরান ৷ গ্রুপের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে 20 ওভারে পাঁচ উইকেট হারিয়ে 186 রান তুলল ভারত (India set a target of 187 runs against Zimbabwe) ৷
পাকিস্তানকে টপকে গ্রুপ শীর্ষে থাকার লক্ষ্যে মেলবোর্নে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া ৷ রোহিত 15 রানে ফিরলেও রাহুল-কোহলি দলকে টানছিলেন ভালোই ৷ কিন্তু থিতু হয়েও কোহলি ফেরেন 26 রানে ৷ 3টি চার, 3টি ছয়ে 35 বলে ঝোড়ো 51 রানের ইনিংস খেলে রাহুল যখন আউট হন, ত্রয়োদশ ওভারে দলের রান তখন 3 উইকেটে 95 (KL Rahul scores 51 runs from 35 balls) ৷ ব্যর্থ দীনেশ কার্তিকের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ঋষভ পন্থ করেন মাত্র 3 ৷ কিন্তু স্বপ্নের ফর্মে বিরাজ করা সূর্যকুমারকে রোখা যায়নি এদিনও ৷