পারথ, 30 অক্টোবর: ডাহা ব্যর্থ ব্যাটিং-অর্ডার ৷ পার্নেল-এনগিদিদের আগুনে স্পেলের সামনে একা বুক চিতিয়ে লড়লেন সূর্যকুমার ৷ তাতেই কিছুটা মুখরক্ষা ৷ মুম্বই ব্যাটারের বিস্ফোরক অর্ধশতরান সত্ত্বেও সুপার 12-এর তৃতীয় ম্যাচে অল্প রানেই থামল ভারত ৷ পারথে এদিন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে 134 রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া (India set a target of 134 runs for South Africa) ৷ রথী-মহারথীদের ব্যর্থতার দিনে 40 বলে 68 রান এল সূর্যকুমারের ব্যাটে ৷ আর সূর্যকিরণে 20 ওভারে 9 উইকেট হারিয়ে 133 রান তুলল 'মেন ইন ব্লু' ৷
জিতলেই কার্যত সেমিফাইনাল ৷ এমতাবস্থায় পারথে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ শুরুটা ধীরগতিতে করেন দুই ওপেনার ৷ তবে পঞ্চম ওভারে রোহিত শর্মা আউট হওয়ার সঙ্গে সঙ্গেই টস জিতে নেওয়া তাঁর সিদ্ধান্ত ব্যুমেরাং হতে থাকে ৷ 49 রানে 5 উইকেট হারানো দলকে টেনে তোলেন সূর্যকুমার ৷ ষষ্ঠ উইকেটে কার্তিকের সঙ্গে জুটিতে তিনি যোগ করেন 52 রান ৷