আমেদাবাদ, 11 ফেব্রুয়ারি : ব্যর্থ টপ-অর্ডার ৷ তবে মিডল-অর্ডার ব্যাটারদের পরিশীলিত ব্যাটিংয়ে আমেদাবাদে সিরিজের তৃতীয় তথা অন্তিম ম্যাচে ক্য়ারিবিয়ানদের চ্যালেঞ্জিং টার্গেট দিল টিম ইন্ডিয়া (India set a challanging total against WI in third ODI in Ahmedabad) ৷ হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে নিকোলাস পুরানদের করতে হবে 266 রান ৷ সিরিজের শেষ ম্য়াচে অর্ধশতরান এল শ্রেয়স আইয়ার এবং ঋষভ পন্থের ব্যাটে ৷
একাদশে চারটি পরিবর্তন করে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ কেএল রাহুল, দীপক হুডা, শার্দুল ঠাকুর এবং যুজবেন্দ্র চাহালের পরিবর্তে একাদশে ফেরেন শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার, দীপক চাহার এবং কুলদীপ যাদব ৷ যদিও শুরুটা মোটেই আশানরূপ হয়নি ভারতের ৷ 42 রানের মধ্যে দুই ওপেনার রোহিত-ধাওয়ান এবং বিরাট কোহলির উইকেট হারায় ভারত ৷ শূন্য রানে আউট হন কোহলি ৷ ওয়ান-ডে ক্রিকেটে এই নিয়ে 15 বার ৷ এরপর চতুর্থ উইকেটে শ্রেয়স-পন্থের 110 রানের জুটিতে লড়াইয়ে ফেরে ভারত ৷ 9টি বাউন্ডারির সাহায্যে 111 বলে 80 রানের দায়িত্বশীল ইনিংস খেলেন শ্রেয়স (Shreyas Iyer scores 80 runs) ৷