বিশাখাপত্তনম, 14 জুন :দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড এবং ঈশান কিষানের অর্ধশতরান ৷ বিশাখাপত্তনমে সিরিজের তৃতীয় টি-20 ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দিল ঋষভ পন্থের ভারত (India set a challanging target for SA in third T20I) ৷ মরণ-বাঁচন ম্য়াচে প্রথমে ব্যাট করে 5 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 179 রান তুলল 'মেন ইন ব্লু' ৷ 35 বল খেলে রুতুরাজের ব্য়াট থেকে আসে 57 রান, আর ঈশান করেন 54 ৷
টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার যে গতিতে রান তোলা শুরু করেছিলেন তাতে ভারতের রান দু'শো না-ছোঁওয়ার কোনও কারণ ছিল না ৷ কিন্তু টপ মিডল-অর্ডারে শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের ব্যাটিং ব্যর্থতায় রানের গতি স্লথ হয়ে যায় ভারতের ৷ শেষদিকে কিছুটা চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া ৷ তাঁর 21 বলে অপরাজিত 31 রানের ইনিংস দলের রান 179-তে নিয়ে যায় ৷ শ্রেয়স করেন 14 রান ৷ পন্থ এবং কার্তিক ফেরেন মাত্র 6 রানে ৷