পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND W vs AUS W : হরমনপ্রীত-মিতালির ব্যাটে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা ভারতের - Mithali Raj Yastika Bhatia added 130 runs in third wicket partnership

তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 130 রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারতের মেয়েরা (Mithali Raj-Yastika Bhatia added 130 runs in third wicket partnership) ৷ অধিনায়কোচিত অর্ধশতরানে বড় রানের ভিত গড়েন মিতালি ৷

IND W vs AUS W
হরমনপ্রীত, মিতালিদের ব্যাটে অজিদের কঠিন লক্ষ্যমাত্রা ভারতের

By

Published : Mar 19, 2022, 10:24 AM IST

Updated : Mar 19, 2022, 10:59 AM IST

অকল্যান্ড, 19 মার্চ : শুরুটা ভাল না-হলেও অকল্যান্ডে শক্তিশালী অস্ট্রেলিয়াকে কঠিন রানের লক্ষ্যমাত্রা দিল টিম ইন্ডিয়া ৷ তিন ব্যাটারের অর্ধশতরানে ভর করে ক্যাঙ্গারুবাহিনীর বিরুদ্ধে 7 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 277 রান তুলল 'উইমেন ইন ব্লু' (India set 278 run target for Australia in WC) ৷ অধিনায়িকা মিতালি রাজের সর্বাধিক 68 রানের পাশাপাশি হাফসেঞ্চুরি হাঁকালেন যস্তিকা ভাটিয়া এবং হরমনপ্রীত কর ৷

ইডেন পার্কে টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়িকা মেগ ল্যানিং ৷ প্রথম চার ম্যাচের সবক'টিতে জিতে দারুণ ছন্দে থাকা ক্যাঙ্গারুবাহিনীর বিরুদ্ধে শুরুতেই দু'টি উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় টিম ইন্ডিয়া ৷ 10 রানে ফিরে যান স্মৃতি মন্ধনা ৷ আরেক ওপেনার শেফালি বর্মা আউট হল 12 রানে ৷ বিপাকে পড়ে যাওয়া দলকে টেনে তোলার দায়িত্ব নেন অধিনায়িকা মিতালি নিজেই ৷ সঙ্গী হন যস্তিকা ৷ তৃতীয় উইকেটে এই দুই ব্যাটারের 130 রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেও দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারতের মেয়েরা (Mithali Raj-Yastika Bhatia added 130 runs in third wicket partnership) ৷

আরও পড়ুন : রংয়ের উৎসবে মাতলেন রাহানেরা, দোল পূর্ণিমায় নয়া জার্সি আত্মপ্রকাশ নাইটদের

অধিনায়কোচিত অর্ধশতরানে বড় রানের ভিত গড়েন মিতালি ৷ 4টি চার একটি ছয়ে 96 বলে 68 রান আসে তাঁর ব্যাটে (Mithali Raj scores 68 runs from 96 balls) ৷ যস্তিকা 83 বলে করেন 59 রান (Yastika Bhatia hits 59 runs) ৷ শেষদিকে হরমনপ্রীত এবং পূজা বস্ত্রকারের ঝোড়ো ব্যাটে মিতালিদের গড়ে যাওয়া ভিতে বড় রানের ইমারত গড়ে 'উইমেন ইন ব্লু' ৷ 6টি বাউন্ডারির সাহায্যে 47 বলে 57 রান করেন কর (Harmanpreet Kaur scored 57 runs from 47) ৷ 1টি চার, দু'টি ছয়ে 28 বলে 34 রানের ইনিংসে দলের রান 277-এ পৌঁছে দেন বস্ত্রকার ৷ অজি বোলারদের মধ্যে সর্বাধিক 3টি উইকেট নেন ডার্সি ব্রাউন ৷

Last Updated : Mar 19, 2022, 10:59 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details