মুম্বই, 3 জানুয়ারি: দীপক হুদার ক্যামিও ইনিংস এবং অক্ষর প্যাটেলের বিলম্বিত জ্বলে ওঠায় ভর দিয়ে শ্রীলঙ্কারে সামনে বড় রানের টার্গেট রাখল ভারত। এশিয়া কাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ভারত সফরে তিনটি টি-20 এবং তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে । মঙ্গলবার টি-20 সিরিজের প্রথম ম্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের মাঠ ওয়াংখেড়েতে হার্দিক পান্ডিয়াদের শুরুটা ভালো না-হলেও দীপক হুডা ও অক্ষর প্যাটলের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। বর্ষবরণের সপ্তাহে মুম্বইয়ে সিরিজের প্রথম টি-20 ম্যাচ স্বাভাবিকভাবেই আনন্দ উৎসবের মশলা ছিল ঠাসা।
চলতি টি-20 সিরিজটি ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের ব্যাটন বদলের ইঙ্গিতবাহী । কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা, কেএল রাহুলের মত সিনিয়ররা বিশ্রামে দেওয়া হয়েছে এই সিরিজে । এই অবস্থায় নেতৃত্বের ব্যাটন হার্দিক পাণ্ডিয়ার হাতে । তরুণ তুর্কিতে ভরা দল নিয়ে খেলতে নেমে ভারতের শুরুটা ভালো হয়নি । ওপেনার ঈশান কিষানের 29 বলে তিনটি বাউন্ডারি দু'টো ছক্কায় সাজানো 37 ছাড়া শুভমান গিল (7), সূর্যকুমার যাদব(7) ও সঞ্জু স্যামসন(5) ব্যর্থ ।