আমেদাবাদ, 9 ফেব্রুয়ারি :প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর বুধবার আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে ক্যারিবিয়ানদের মুখোমুখি রোহিতবাহিনী ৷ টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন নিকোলাস পুরান ৷ ওপেন করতে নেমে ব্যর্থ রোহিত-পন্থ ৷ বড় রান করতে পারেননি বিরাট কোহলিও ৷ শেষ পর্যন্ত দলের হাল ধরেন কে এল রাহুল-সূর্যকুমার যাদব ৷ দুই ব্যাটারের সৌজন্যেই নির্ধারিত 50 ওভারে 9 উইকেটে 237 রান তুলেছে ‘মেন ইন ব্লু’ ৷
প্রথম ম্যাচে ভারতকে টেনেছিলেন দুই ওপেনার রোহিত-কিষান ৷ এদিন ঝাড়খণ্ডের তরুণ কিপারের বদলে দলে আসেন রাহুল ৷ যদিও ওপেনিংয়ে মুম্বইকরের সঙ্গী হয়েছিলেন পন্থ ৷ রোহিত ফিরলেন ব্যক্তিগত 5 রানে, পন্থের সংগ্রহ 18 রান ৷ ফের ব্যর্থ বিরাট কোহলিও ৷ মাত্র 18 রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন তিনি ৷ এ নিয়ে টানা 20 সেঞ্চুরিহীন কোহলি ৷