ক্রাইস্টচার্চ, 13 মার্চ:মোতেরায় এখনও চলছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ । সেই ম্যাচ শেষ হওয়ার আগেই ওভালের টিকিট নিশ্চিত হয়ে গেল 'রোহিত অ্যান্ড কোং'য়ের । সৌজন্যে, কিউয়িদের চোয়ালচাপা লড়াই । শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে নিউজিল্যান্ড হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC World Test Championship) ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া (India confirm in ICC World Test Championship Final) ।
ইন্দোর টেস্টে শোচনীয় হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর জন্য ভারতের কাছে সমীকরণটা জলের মতো সহজ ছিল ৷ টানা দ্বিতীয়বার ফাইনালে পৌঁছে যেতে অস্ট্রেলিয়াকে শেষ টেস্টে হারালেই হয়ে যেত । নচেৎ তাকিয়ে থাকতে হত শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচের দিকে । মোতেরা টেস্ট নির্বিষ ড্র'য়ের দিকে এগোতেই সমর্থকদের চোখ ছিল হেগলে ওভালে ।
2021 ফাইনালে কেন উইলিয়ানসনের ব্য়াটেই শিরোপা আসেনি দেশে । সেই উইলিয়ামসনের চওড়া ব্যাটই এদিন ভারতের ওভাল যাত্রার পথ খুলে দিল । শ্রীলঙ্কাকে হারাতে হলে শেষদিনে 257 রান করতে হত নিউজিল্যান্ডকে । ক্রিজে ছিলেন কেন উইলিয়ামসন ও টম ল্যাথাম । বৃ্ষ্টিবিঘ্নিত শেষদিনেও ম্যাচের রাশ ছিল ব্ল্যাক ক্যাপস ব্যাটারদের হাতেই ।