পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs Pakistan: ক্রিকেটীয় যুদ্ধ সরিয়ে দুই শিবিরের শত্রু এখন চোট - Cricket

আজ ভারত বনাম পাকিস্তান ৷ এশিয়া কাপে সামনাসামনি দুই প্রতিবেশী দেশ ৷ দু'দলেরই বড় চ্য়ালেঞ্জ চোট ৷ পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি নেই ৷ ভারতের রবীন্দ্র জাদেজাও জখম (India and Pakistan Match) ৷

ETV Bharat
ETV Bharat

By

Published : Sep 4, 2022, 10:00 AM IST

নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর:এশিয়া কাপের ক্রীড়াসূচি বলছে সেপ্টেম্বরের 4 তারিখ ফের মুখোমুখি ভারত পাকিস্তান । 28 অগস্টের পর আবার বাইশ গজের দ্বৈরথে দুই চির প্রতিপক্ষ । শুধু ক্রিকেট নয়, গেমপ্ল্যান তৈরিতেও ওয়াঘার দুই পাড়ের লড়াই মানে টেনশনের চোরাস্রোত । তবে গত সাতদিনে ছবিটা অন্যদিকে বইতে শুরু করেছে । কারণ, দুই দলের পারস্পরিক বৈরিতা টপকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে চোট আঘাত (India Pakistan Match of Asia Cup to held today) ।

পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির ছিটকে যাওয়া এখন খবর নয় । ভারতীয় দলের রবীন্দ্র জাদেজা এবং পাকিস্তানের পেসার শাহনওয়াজ দাহানি বাদ । ভারতের আবেশ খান ভাইরাল ফিভারে ভুগছেন । এই অবস্থায় দুই দল মাঠে মুখোমুখি হলে কুশল বিনিময়ের পাশাপাশি অন্দরমহলে কতজন সুস্থ আছেন, তার খবরও আদানপ্রদান হবে । গত সাতদিনে মরুশহরে ভারত-পাক ম্যাচের আবহ বদলে গিয়েছে ।

গত রবিবার যুদ্ধের বারুদের মাঝে সম্প্রীতির আলগা আতর ছড়িয়ে ছিল । যেখানে অবিশ্বাস্য হলেও সত্যি, বিরাট কোহলির ফর্মে ফেরার প্রার্থনা করছিলেন শাহিন শাহ । আবার বাবর আজমকে 'শাদি' করার পরামর্শ হালকা চালে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ আবহ, সুপার ফোরের লড়াইয়ের উত্তাপ সরিয়ে এখন চোট নামক আতঙ্কে পুরো প্রেক্ষাপটটা ধ্বস্ত যে রাহুল দ্রাবিড় তাঁর দলের যে কোনও ক্রিকেটারকে প্রথমেই "হাল ক্যায়সা হ্যায়" বলছেন । কারণ, তাঁর চিন্তা নতুন করে চোট পেয়ে কেউ ছিটকে যাবে না তো ? মরুশহরের গরমে কেউ হাসপাতালে চলে যাবেন না তো ? এই চিন্তা ভারতীয় দলের কোচকে তাড়িয়ে বেড়াচ্ছে । আসলে রবীন্দ্র জাদেজার চোট টিম ইন্ডিয়াকে থমকে দিয়েছে ।

আরও পড়ুন: মুম্বইকে চার গোল দিয়ে মরশুমের প্রথম জয় লাল-হলুদের

গত রবিবার সন্ধেয় হার্দিক পান্ডিয়ার ব্যাট যতই নায়ক হোক না কেন, যোগ্য সহনায়ক হিসেবে উঠে এসেছিলেন রবীন্দ্র জাদেজা । এশিয়া কাপ ছেড়ে দিন, বাঁহাতি অলরাউন্ডার হাঁটুর চোটের জন্যে আগামী তিনমাস নেই । অর্থাৎ আসন্ন টি-20 বিশ্বকাপে নেই স্যর রবীন্দ্র জাদেজা ।

চরিত্র কমছে, ক্রিকেটীয় যুদ্ধের উত্তাপ কি কমছে ? বোধ হয় না । নাসিম শাহ বনাম বিরাট কোহলি আছে, আছে হ্যারিস রউফ বনাম রোহিত শর্মা । ভুবনেশ্বর কুমার বনাম বাবর আজমও আছে যে । ভারতীয় দল নেট প্র্যাকটিস করলেও পাকিস্তান করেনি । সাংবাদিক সম্মেলনে হ্যারিস রউফ জানিয়েছেন, তাঁদের প্রথম লক্ষ্য দ্রুত সূর্যকুমার এবং হার্দিক পাণ্ডিয়াকে সাজঘরে পাঠানো । পাণ্ডিয়ার বিক্রমে কী হতে পারে, তা তাঁরা মাঠে দাঁড়িয়ে দেখেছেন । গ্যালারি থেকে হংকংয়ের বিরুদ্ধে সূর্যকুমারের ব্যাটের তেজের উত্তাপ পেয়েছেন ।

ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক অবশ্য জাদেজার পরিবর্ত খুঁজতে ব্যস্ত । কারণ হর্ষল প্যাটেলও চোটের তালিকায় । এই অবস্থায় অক্ষর প্যাটেল বা রবীচন্দ্রন অশ্বিনের মধ্যে যে কোনও একজন একাদশে আসতে পারেন । কোচ দ্রাবিড় বলছেন বুমরা, জাদেজা হর্ষলরা না পারলে তাঁদের পরিবর্ত নিয়ে ভাবতে হবে । বারে বারে চোটের সমস্যা ফিরে আসা যে সঠিক এগারোতে থিতু হতে দিচ্ছে না, তা মানছেন তিনি । তাহলে দুবাইয়ের আজকের মহারণের লেটেস্ট আপডেট কি দাঁড়াল ? বাইশ গজের বৈরিতা ব্যাটফুটে ফিটনেস এখন ফ্রন্টফুটে।

ABOUT THE AUTHOR

...view details