নয়াদিল্লি, 4 সেপ্টেম্বর:এশিয়া কাপের ক্রীড়াসূচি বলছে সেপ্টেম্বরের 4 তারিখ ফের মুখোমুখি ভারত পাকিস্তান । 28 অগস্টের পর আবার বাইশ গজের দ্বৈরথে দুই চির প্রতিপক্ষ । শুধু ক্রিকেট নয়, গেমপ্ল্যান তৈরিতেও ওয়াঘার দুই পাড়ের লড়াই মানে টেনশনের চোরাস্রোত । তবে গত সাতদিনে ছবিটা অন্যদিকে বইতে শুরু করেছে । কারণ, দুই দলের পারস্পরিক বৈরিতা টপকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখা দিয়েছে চোট আঘাত (India Pakistan Match of Asia Cup to held today) ।
পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির ছিটকে যাওয়া এখন খবর নয় । ভারতীয় দলের রবীন্দ্র জাদেজা এবং পাকিস্তানের পেসার শাহনওয়াজ দাহানি বাদ । ভারতের আবেশ খান ভাইরাল ফিভারে ভুগছেন । এই অবস্থায় দুই দল মাঠে মুখোমুখি হলে কুশল বিনিময়ের পাশাপাশি অন্দরমহলে কতজন সুস্থ আছেন, তার খবরও আদানপ্রদান হবে । গত সাতদিনে মরুশহরে ভারত-পাক ম্যাচের আবহ বদলে গিয়েছে ।
গত রবিবার যুদ্ধের বারুদের মাঝে সম্প্রীতির আলগা আতর ছড়িয়ে ছিল । যেখানে অবিশ্বাস্য হলেও সত্যি, বিরাট কোহলির ফর্মে ফেরার প্রার্থনা করছিলেন শাহিন শাহ । আবার বাবর আজমকে 'শাদি' করার পরামর্শ হালকা চালে দিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা । কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ আবহ, সুপার ফোরের লড়াইয়ের উত্তাপ সরিয়ে এখন চোট নামক আতঙ্কে পুরো প্রেক্ষাপটটা ধ্বস্ত যে রাহুল দ্রাবিড় তাঁর দলের যে কোনও ক্রিকেটারকে প্রথমেই "হাল ক্যায়সা হ্যায়" বলছেন । কারণ, তাঁর চিন্তা নতুন করে চোট পেয়ে কেউ ছিটকে যাবে না তো ? মরুশহরের গরমে কেউ হাসপাতালে চলে যাবেন না তো ? এই চিন্তা ভারতীয় দলের কোচকে তাড়িয়ে বেড়াচ্ছে । আসলে রবীন্দ্র জাদেজার চোট টিম ইন্ডিয়াকে থমকে দিয়েছে ।