মুম্বই, 23 ফেব্রুয়ারি:বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে বয়ে এল দুঃসংবাদ ৷ বৃহস্পতিবার পিতৃহারা হলেন দলের স্পিডস্টার উমেশ যাদব ৷ গত কয়েকমাস ধরে রোগভোগের পর 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় পেসারের বাবা তিলক যাদব (India Pacer Umesh Yadav's Father Tikal Yadav Passes Away) ৷ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মৃত্যুকালে খপড়খেড়ায় নিজ বাসভবনেই ছিলেন তিনি ৷
উত্তরপ্রদেশের বাসিন্দা হলেও পরবর্তীতে চাকরিসূত্রে পরিবার নিয়ে নাগপুরের খপড়খেড়ায় বসবাস শুরু করেন তিলক যাদব ৷ সেখানেই এদিন মৃত্যু হয় তাঁর ৷ তরুণ বয়সে তিলক যাদব জনপ্রিয় কুস্তিগীর ছিলেন বলে জানা গিয়েছে ৷ উমেশ ছাড়াও আরও তিন সন্তানকে রেখে গেলেন তিনি ৷ প্রথম দু'টি টেস্টে একাদশে না-থাকলেও তৃতীয় এবং চতুর্থ টেস্টের স্কোয়াডে রয়েছেন উমেশ (Umesh Yadav is right now in Indian squad for Border-Gavaskar trophy) ৷ বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর ভারতীয় শিবির তিনি ছাড়ছেন কি না, সে ব্যাপারে কোনও নিশ্চয়তা দেয়নি বিসিসিআই ৷