পুনে, 5 জানুয়ারি: যতটা সহজ হবে মনে হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজ জয় ততটা সহজ মনে হচ্ছে না হার্দিক পান্ডিয়াদের জন্য ৷ উমরান মালিকের তিন উইকেট সত্ত্বেও ভারতীয় বোলারদের সামগ্রিক ব্যর্থতায় পুনের মাঠে দ্বিতীয় টি-20 ম্যাচে রানের পাহাড়ে চড়ল শ্রীলঙ্কা ৷ কুশল মেন্ডিস এবং অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 206 রান তুলল এশিয়া চ্যাম্পিয়নরা (India need 207 runs to win the series against SL) ৷
প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ৷ এমতাবস্থায় টস জিতে পুনেতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ সঞ্জু স্যামসন চোটগ্রস্ত থাকায় পরিবর্ত হিসেবে জাতীয় দলের জার্সিতে এদিন আত্মপ্রকাশ হয় রাহুল ত্রিপাঠীর ৷ যদিও শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন দুই সিংহলী ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ৷ ওপেনিং জুটিতে 80 রান শ্রীলঙ্কাকে বড় রানের ভিত গড়তে সাহায্য করে ৷ নিশাঙ্কা 33 রানে ফিরলেও 27 বলে অর্ধশতরান পূর্ণ করেন মেন্ডিস ৷