পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SL 2nd T20: শানাকা-মেন্ডিসের ঝোড়ো অর্ধশতরান, সিরিজ জিততে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা - Kushal Mendis scored 52 runs

ভারতীয় বোলারদের সামগ্রিক ব্যর্থতায় পুনের মাঠে দ্বিতীয় টি-20 ম্যাচে রানের পাহাড়ে চড়ল শ্রীলঙ্কা ৷ কুশল মেন্ডিস এবং অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 206 রান তুলল এশিয়া চ্যাম্পিয়নরা (India need 207 runs to win the series against SL) ৷

Etv Bharat
সিরিজ জিততে ভারতের সামনে কঠিন লক্ষ্যমাত্রা

By

Published : Jan 5, 2023, 8:51 PM IST

Updated : Jan 5, 2023, 9:20 PM IST

পুনে, 5 জানুয়ারি: যতটা সহজ হবে মনে হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে টি-20 সিরিজ জয় ততটা সহজ মনে হচ্ছে না হার্দিক পান্ডিয়াদের জন্য ৷ উমরান মালিকের তিন উইকেট সত্ত্বেও ভারতীয় বোলারদের সামগ্রিক ব্যর্থতায় পুনের মাঠে দ্বিতীয় টি-20 ম্যাচে রানের পাহাড়ে চড়ল শ্রীলঙ্কা ৷ কুশল মেন্ডিস এবং অধিনায়ক দাসুন শানাকার ব্যাটে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 206 রান তুলল এশিয়া চ্যাম্পিয়নরা (India need 207 runs to win the series against SL) ৷

প্রথম ম্যাচে রুদ্ধশ্বাস জয়ের পর এই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে ৷ এমতাবস্থায় টস জিতে পুনেতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক হার্দিক পান্ডিয়া ৷ সঞ্জু স্যামসন চোটগ্রস্ত থাকায় পরিবর্ত হিসেবে জাতীয় দলের জার্সিতে এদিন আত্মপ্রকাশ হয় রাহুল ত্রিপাঠীর ৷ যদিও শুরু থেকেই চালিয়ে খেলা শুরু করেন দুই সিংহলী ওপেনার পাথুম নিশাঙ্কা এবং কুশল মেন্ডিস ৷ ওপেনিং জুটিতে 80 রান শ্রীলঙ্কাকে বড় রানের ভিত গড়তে সাহায্য করে ৷ নিশাঙ্কা 33 রানে ফিরলেও 27 বলে অর্ধশতরান পূর্ণ করেন মেন্ডিস ৷

শেষমেশ 31 বলে 52 রান করে ডাগ-আউটে ফেরেন তিনি (Kushal Mendis scored 52 runs) ৷ স্বল্প রানের মধ্যে কয়েকটি উইকেট খুইয়ে শ্রীলঙ্কার রানের গতি স্লথ হয়ে যায় ৷ সে সময় হালে কিছুটা পানি পেয়েছিলেন ভারতীয় বোলাররা ৷ কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি ৷ শেষদিকে নেমে ক্রিজে ঝড় তোলেন সিংহলী দলনায়ক দাসুন শানাকা ৷ ভারতীয় বোলারদের সাধারণ স্তরে নামিয়ে এনে 20 বলে হাফসেঞ্চুরি করেন শানাকা ৷ শেষ পর্যন্ত 22 বলে অপরাজিত 56 রান করে দলকে পৌঁছে দেন 206 রানে (Dasun Shanaka hits 56 runs from 22) ৷ তাঁর ইনিংস সাজানো ছিল 2টি চার, 6টি ছয়ে ৷

আরও পড়ুন:প্রকাশিত হল এশিয়া কাপের সূচি ! একই গ্রুপে ভারত-পাকিস্তান

তিন উইকেট নিয়ে যথেচ্ছে রান (48) খরচ করেন উমরান মালিক ৷ শিবম মাভি খরচ করেন 53 রান ৷ ব্যর্থতার মধ্যে কিছুটা উজ্জ্বল অক্ষর প্যাটেল ৷ 24 রানে 2 উইকেট বাঁ-হাতি স্পিনারের ঝুলিতে ৷ 30 রানে এক উইকেট নেন চাহাল ৷

Last Updated : Jan 5, 2023, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details