দুবাই, 18 অক্টোবর : বল হাতে 3 উইকেট তুলে নিয়ে মহম্মদ শামি চেষ্টা করছিলেন প্রতিপক্ষকে স্বল্প রানে বেঁধে রাখার ৷ কিন্তু মইন আলি, জনি বেয়ারস্টোর ব্যাটে প্রস্তুতি ম্যাচে ভারতকে কঠিন টার্গেট দিল ইংল্যান্ড ৷ প্রথম প্রস্তুতি ম্যাচে জয়ের জন্য বিরাটদের চাই রান 189 রান ৷ শেষবেলায় ঝড় তুলে ভারতের কাজ কঠিন করলেন সদ্য চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হওয়া মইন আলি ৷ 20 বলে মারকাটারি 43 রান এল স্পিনিং অল-রাউন্ডারের ব্যাট থেকে ৷ 36 বলে 49 করলেন জনি বেয়ারস্টো ৷ সঙ্গে লিয়াম লিভিংস্টোনের 20 বলে 30 রানও ফেলে দেওয়ার নয় ৷
প্রস্তুতি ম্যাচ মানেই কম্বিনেশন যাচাই করে নেওয়ার সবচেয়ে সেরা সুযোগ ৷ সেইমত রোহিতকে বিশ্রামে পাঠিয়ে ওপেনিংয়ে কেএল রাহুলের সঙ্গী হিসেবে এই ম্য়াচে ডেকে নেয় ইশান কিষাণকে ৷ সুপার 12 শুরু হওয়ার আগে নিজেকে প্রমাণের সুযোগ পান হার্দিক পান্ডিয়া ৷ 13 জনকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখে নেওয়ার সুযোগ থাকায় রাহুল চাহারেরও ঠাঁই হয় দলে ৷ শুরুটা দারুণ করেছিলেন দুই ইংরেজ ওপেনার জেসন রয় এবং জস বাটলার ৷ কিন্তু 18 রানে বাটলারকে ফিরিয়ে ইংরেজ শিবিরে প্রথম ঝটকা দেন শামি ৷ দ্রুত ফিরে যান রয় (17) ৷ ডেভিড মালান 18 বলে 18 রানে ফিরলে চতুর্থ উইকেটে জুটি বাঁধেন জনি বেয়ারস্টো-লিয়াম লিভিংস্টোন ৷ যোগ হয় 52 রান ৷