হায়দরাবাদ, 25 সেপ্টেম্বর: ওপেনার ক্যামেরন গ্রিন এবং লোয়ার মিডল-অর্ডার ব্যাটার টিম ডেভিডের ব্যাটে ঝড় উঠল উপ্পলে ৷ সিরিজ নির্ণায়ক ম্যাচে জোড়া ব্যাটারে মারকাটারি ইনিংসে ভর করে রোহিত শর্মা অ্যান্ড কোম্পানিকে কঠিন টার্গেট দিল অস্ট্রেলিয়া ৷ হায়দরাবাদে তৃতীয় টি-20 জিতে সিরিজ পকেটে পুরতে ভারতের চাই 187 রান (India need 187 runs against Australia to win the series in Hyderabad) ৷
নাগপুরে জয়ের আত্মবিশ্বাস নিয়েই এদিন হায়দরাবাদে মাঠে নামে রোহিতের দল ৷ ঋষভ পন্থের পরিবর্তে একাদশে ফেরেন ভুবনেশ্বর কুমার ৷ টস জিতে রান তাড়া করার পথে হাঁটেন ভারত অধিনায়ক ৷ অধিনায়ক অ্যারন ফিঞ্চ মাত্র 7 রানে ফিরে গেলেও আরেক ওপেনার ক্যামেরন গ্রিনের ধুন্ধুমার ইনিংসে চতুর্থ ওভারে পঞ্চাশের গণ্ডি পেরোয় সফরকারী দল ৷ মাত্র 19 বলে অর্ধশতরান করে রেকর্ড গড়েন গ্রিন ৷ ভারতের বিরুদ্ধে যুগ্মভাবে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েন এই অজি ওপেনার (Cameron Green scores fifty from just 19) ৷