রায়পুর, 21 জানুয়ারি: হায়দরাবাদে পাহাড়সম লক্ষ্যমাত্রা সত্ত্বেও চোখে চোখ রেখে লড়েছিল কিউয়িরা ৷ ভারতীয় অনুরাগীদের হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছিলেন মাইকেল ব্রেসওয়েল ৷ কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচে ল্যাজে-গোবরে নিউজিল্যান্ড ব্যাটিং ৷ শনিবার রায়পুরে কোনওক্রমে একশো পেরিয়ে গুটিয়ে গেল সফরকারী দলের ইনিংস ৷ এক ম্যাচ বাকি থাকতে সিরিজ পকেটে পুরে নিতে ভারতের চাই 109 রান (India need 109 runs to win the series) ৷ পেস বিভাগে মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়াদের যোগ্য সঙ্গত করলেন দুই স্পিনার কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর ৷ ফলস্বরূপ 34.3 ওভারে মাত্র 108 রানে শেষ হয়ে গেল নিউজিল্যান্ড ইনিংস (NZ bundled out for 108 runs) ৷
রায়পুরে টস জিতে এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ যদিও সেই সিদ্ধান্ত নিতে বেশ কয়েক সেকেন্ড সময় ব্যয় করেন তিনি ৷ ব্যাটিং নেবেন না বোলিং, টিম মিটিংয়ের সিদ্ধান্ত মাঠে এসে ভুলে যাওয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন 'হিটম্যান' ৷ যদিও অধিনায়কের সিদ্ধান্তকে যোগ্য মর্যাদা দেন ভারতীয় বোলাররা ৷ শামি, সিরাজ, শার্দূলদের দাপটে 15 রানের মধ্যেই প্রথম পাঁচ উইকেট খুইয়ে ফেলে আইসিসি ব়্যাংকিংয়ের পয়লা নম্বর দল ৷ বড় রান তুলে সিরিজে ফেরার স্বপ্ন ওখানেই শেষ হয়ে যায় ব্ল্যাক-ক্যাপসদের ৷