নাগপুর, 11 ফেব্রুয়ারি: বিদর্ভের ঘূর্ণি পিচে নাকানিচোবানি খেয়েছে অস্ট্রেলিয়ার ৷ রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি ভারত । ইনিংস ও 132 রানে জিতে চার ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গিয়েছে 'শর্মাজি অ্যান্ড কোম্পানি' ৷ একই সঙ্গে আরও প্রসস্ত হল দ্বিতীয় ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের রাস্তাটাও (India move closer to securing WTC final berth) ।
অশ্বিন-জাদেজার জুটির তৈরি এই জয়ের পর, টেস্ট চ্যাম্পিয়নশিপ (World Test Championship) পয়েন্ট টেবিলে ভারত 2 নম্বরে রয়েছে । 70.83 শতাংশে নিয়ে এক নম্বরে রয়েছে অজিরা । 61.67 শতাংশ পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । সিরিজের বাকি তিনটি টেস্ট থেকে আরও দু'টি জয় পেলে ন্যূনতম শতাংশ পয়েন্ট 62.50 নিশ্চিত করবে ভারত । যা তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে ফাইনালের দৌড় থেকে কার্যত ছিটকে দেবে (India move closer to a second World Test Championship final) ।
অন্যদিকে, যদি ভারত সিরিজের বাকি তিনটি ম্যাচ জিতে অজিদের হোয়াইটওয়াশ করতে পারে, তাহলে 68.06-এর সেরা সম্ভাব্য শতাংশ পয়েন্টে পৌঁছতে পারে দ্রাবিড়ের ছেলেরা । ভারতের ইনিংসে জয়, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল রেসে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দরজাও বন্ধ করে দিয়েছে । অস্ট্রেলিয়ার কাছে এখনও ফাইনালে উঠার জন্য সুযোগ, কিন্তু ভারতের কাছে 0-4 হারলে তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কা ফের দৌড়ে ফিরে আসবে । পরের সপ্তাহে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট ম্যাচ শুরু হবে (India move closer to securing WTC final) ।