পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

WTC Final : দুরন্ত জেমিসনের সামনে 217 রানে আটকে গেল ভারত - বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

নেটে বিরাটকে বোলিং করতে অস্বীকার করেন কাইল জেমিসন ৷ তিনি চাননি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিজের অস্ত্র খোলাসা না করা ৷ ফাইনালে সেই বিধ্বংসী বোলিংই করলেন ৷ বিরাট, রোহিতের পাশাপাশি নিলেন, পন্থ, ইশান্ত ও বুমরার উইকেট ৷

217 রানে আটকে গেল ভারত
217 রানে আটকে গেল ভারত

By

Published : Jun 20, 2021, 7:30 PM IST

সাউদাম্পটন, 20 জুন : ভয়ঙ্কর কাইল জেমিসন ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথম ইনিংসে ভারত আটকে গেল 217 রানে ৷ পাঁচ উইকেট নিলেন জেমিসন ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্যাম্পে থাকাকালীন বিরাট কোহলি জেমিসনকে নেটে খেলতে চেয়েছিলেন ৷ উদ্দেশ্য ছিল একটাই ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে জেমিসনের বলে নেট অনুশীলন ৷ বিরাটের আশঙ্কা যে বৃথা ছিল না তা আজ বুঝিয়ে দিলেন জেমিসন ৷ বিরাটকেও আউট করলেন সেই কাইল জেমিসনই ৷

নেটে বিরাটকে বোলিং করতে অস্বীকার করেন কাইল জেমিসন ৷ তিনি চাননি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে নিজের অস্ত্র খোলাসা না করা ৷ ফাইনালে সেই বিধ্বংসী বোলিংই করলেন ৷ বিরাট, রোহিতের পাশাপাশি নিলেন, পন্থ, ইশান্ত ও বুমরার উইকেট ৷

তৃতীয় দিনের শুরুতেই ফেরেন বিরাট কোহলি ৷ গতকালের থেকে আজ এক রানও যোগ করতে পারেননি তিনি ৷ জেমিসনের ইনসুইং বুঝতে না পেরে এলবিডব্লিউ হন বিরাট ৷ তখন অপর প্রান্তে ছিলেন অজিঙ্কা রাহানে ৷ কিন্তু ফের ধারাবাহিকতা দেখাতে ব্যর্থ ঋষভ পন্থ ৷ দায়িত্বজ্ঞানহীন শট খেলতে গিয়ে নিজের উইকেট ছুড়ে দিয়ে এলেন ৷ পরে জাদেজাকে সঙ্গী করে ইনিংস কিছুটা এগিয়ে নিয়ে গেলেন রাহানে ৷ কিন্তু নিজের ব্যক্তিগত 49 রানে ফিরলেন কোহলির ডেপুটিও ৷

আরও পড়ুন : Sourav Ganguly : দাদাগিরি... টেস্ট অভিষেকের 25 বছর

অশ্বিন ও জাদেজা কিছুটা রানের গতি বাড়ালেন ৷ কিন্তু ক্রমাগত ভয়ঙ্কর হয়ে ওঠা কিউয়ি বোলারদের সামনে অসহায় দেখাল তাঁদের ৷ অশ্বিন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের প্রথম ইনিংস ৷ স্কোর বোর্ডে সংগ্রহ মাত্র 217 রান ৷

ABOUT THE AUTHOR

...view details