পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

West Indies vs India 2nd ODI: নির্বিষ ক্যারিবিয়ানদের সামনে ব্যাটারদের পরীক্ষা নিতে চান রোহিত-রাহুল - ভারতীয় দলের বিশ্বকাপের প্রস্তুতি

India Looking for Some Challenges from Itself Before World Cup: বিশ্বকাপে ভারতীয় দলে কারা থাকবেন তা নিয়ে চর্চা আরও জোড়াল হল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে’র পর ৷ এশিয়ান গেমসের দলে থাকা মুকেশ কুমারকে অভিষেক করিয়েছে ভারত ৷ আবার উমরান মালিককেও খেলানো হয়েছে ৷ পাশাপাশি, সূর্যকুমার যাদবের পারফর্ম্যান্স তাঁর বিশ্বকাপে দলে ঢোকার সম্ভাবনাকে বজায় রাখতে পারে কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে ৷

West Indies vs India 2nd ODI ETV BHARAT
West Indies vs India 2nd ODI

By

Published : Jul 29, 2023, 12:52 PM IST

Updated : Jul 29, 2023, 1:09 PM IST

বারবাডোজ, 29 জুলাই: প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভারতীয় বোলারদের কোনও প্রতিযোগিতার মধ্যেই ফেলতে পারবে না ৷ তাই দ্বিতীয় ওয়ান ডে-তে নিজেরাই নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে ভারতীয় দল ৷ প্রথম ওয়ান ডে শেষে অধিনায়ক রোহিত শর্মার কথাতেই তা বোঝা গিয়েছিল ৷ তাই আজ দ্বিতীয় ওয়ান ডে-তে টস জিতলে তিনি যে চোখ বুজে যে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন তা বলাই যায় ৷ অন্তত বিশ্বকাপের নিরিখে ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের মানসিকতা পরীক্ষা করার জন্য ৷

প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমে পেস বোলার ও পরে স্পিনারদের দাপটে মাত্র 114 রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ মাত্র 115 রান তাড়া করার জন্য দুই তরুণ শুভমন গিল এবং ঈশান কিষাণকে ওপেন করিয়েছিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ৷ স্লো টার্নিং উইকেটে ঈশান ছাড়া বাকি সবাই ব্যর্থ হয়েছেন ৷ 115 রান তাড়া করতে গিয়ে 5 উইকেট হারায় ভারত ৷ কিন্তু, বিষয়টি নিয়ে অতটাও ভাবিত নন রোহিত ৷ কারণ, ভারতে আয়োজিত বিশ্বকাপে এমন স্লো এবং টার্নিং উইকেট তৈরি হবে না বলেই বিশ্বাস তাঁর ৷

এমনকী সেখানে ওপেনিংয়ে রোহিত নিজে থাকবেন ৷ আর প্রথম ম্যাচে ব্যাট করতে না নামা বিরাট কোহলি তিন নম্বরে নামবেন ৷ প্রথম ম্যাচে টপ অর্ডারে পরীক্ষিত সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে খুব একটা নন চিন্তিত রোহিত ৷ তবে, শুভমনের ব্যাটিং অবশ্যই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে ৷ কারণ, গত দেড় বছর ধরে চলা স্বপ্নের ফর্ম হঠাৎ করেই পড়তে শুরু করেছে শুভমনের ৷ টেস্টের পর এবার ওয়ান ডে ম্যাচেও তার প্রভাব দেখা যাচ্ছে ৷ তাই আজকের ম্যাচে শুভমন গিলের দিকে নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ৷

আরও পড়ুন:সঞ্জুর জার্সি পরে খেললেন সূর্যকুমার, কিন্তু কেন ?

বারবাডোজের মন্থর পিচেই আজকের ম্যাচ হতে পারে ৷ তাই আগে ব্যাট করে বড় রান তোলা যায় কিনা, সেই পরীক্ষাই করতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ বিশেষত, সূর্যকুমার যাদবকে নিয়ে ভাবছে ভারতীয় দল ৷ এই সিরিজে ব্যর্থ হলে বিশ্বকাপের প্রাথমিক দলে তিনি জায়গা পাবেন কিনা, তা নিয়ে সংশয় থাকছে ৷ কারণ, চোট সারিয়ে কেএল রাহুল এবং শ্রেয়স আইয়ার কামব্যাক করার পর্যায়ে চলে এসেছেন ৷ সেখানে আসন্ন আয়ারল্যান্ড সিরিজ এবং তার আগে অস্ট্রেলিয়া সিরিজে এই দু’জনকে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷

এও শোনা যাচ্ছে, চোট সারিয়ে ফেরা বুমরা, রাহুল এবং শ্রেয়সকে ঘরোয়া ক্রিকেটে কয়েকটি ম্যাচ প্র্যাকটিস দিতে চাইছে বোর্ড ৷ ফলে বিশ্বকাপে নিজের জায়গা পাকা করতে হলে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাকি দুই ম্যাচে রান করতেই হবে সূর্যকুমার যাদবকে ৷ কারণ, ঘরের মাঠে টুর্নামেন্ট হলেও, বিশ্বকাপের চাপ সামলে পারফর্ম করার মানসিকতা থাকাটা বাধ্যতামূলক প্রাথমিক দলের 15 জন ক্রিকেটারের জন্যই ৷

Last Updated : Jul 29, 2023, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details