বারবাডোজ, 29 জুলাই: প্রতিপক্ষ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ভারতীয় বোলারদের কোনও প্রতিযোগিতার মধ্যেই ফেলতে পারবে না ৷ তাই দ্বিতীয় ওয়ান ডে-তে নিজেরাই নিজেদের চ্যালেঞ্জের মুখে ফেলতে চাইছে ভারতীয় দল ৷ প্রথম ওয়ান ডে শেষে অধিনায়ক রোহিত শর্মার কথাতেই তা বোঝা গিয়েছিল ৷ তাই আজ দ্বিতীয় ওয়ান ডে-তে টস জিতলে তিনি যে চোখ বুজে যে ব্যাটিং করার সিদ্ধান্ত নেবেন তা বলাই যায় ৷ অন্তত বিশ্বকাপের নিরিখে ভারতীয় দলের তরুণ ক্রিকেটারদের মানসিকতা পরীক্ষা করার জন্য ৷
প্রথম ওয়ান ডে ম্যাচে প্রথমে পেস বোলার ও পরে স্পিনারদের দাপটে মাত্র 114 রানে অল আউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ মাত্র 115 রান তাড়া করার জন্য দুই তরুণ শুভমন গিল এবং ঈশান কিষাণকে ওপেন করিয়েছিলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় ৷ স্লো টার্নিং উইকেটে ঈশান ছাড়া বাকি সবাই ব্যর্থ হয়েছেন ৷ 115 রান তাড়া করতে গিয়ে 5 উইকেট হারায় ভারত ৷ কিন্তু, বিষয়টি নিয়ে অতটাও ভাবিত নন রোহিত ৷ কারণ, ভারতে আয়োজিত বিশ্বকাপে এমন স্লো এবং টার্নিং উইকেট তৈরি হবে না বলেই বিশ্বাস তাঁর ৷
এমনকী সেখানে ওপেনিংয়ে রোহিত নিজে থাকবেন ৷ আর প্রথম ম্যাচে ব্যাট করতে না নামা বিরাট কোহলি তিন নম্বরে নামবেন ৷ প্রথম ম্যাচে টপ অর্ডারে পরীক্ষিত সূর্যকুমার যাদবের ব্যাটিং নিয়ে খুব একটা নন চিন্তিত রোহিত ৷ তবে, শুভমনের ব্যাটিং অবশ্যই চিন্তায় রাখছে টিম ম্যানেজমেন্টকে ৷ কারণ, গত দেড় বছর ধরে চলা স্বপ্নের ফর্ম হঠাৎ করেই পড়তে শুরু করেছে শুভমনের ৷ টেস্টের পর এবার ওয়ান ডে ম্যাচেও তার প্রভাব দেখা যাচ্ছে ৷ তাই আজকের ম্যাচে শুভমন গিলের দিকে নজর থাকবে ভারতীয় টিম ম্যানেজমেন্টের ৷