লিডস, 24 অগস্ট : ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে আত্মবিশ্বাসী ভারতীয় দল ৷ আর তাই 25 অগস্ট থেকে শুরু হতে চলা সিরিজের তৃতীয় টেস্টে ব্রিটিশদের চেপে ধরতে চাইছে ভারত (India) ৷ আর সেই সঙ্গে তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) তাঁর দীর্ঘ সময় ধরে চলা খারাপ সময় থেকেও বেরিয়ে আসবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট ৷ প্রসঙ্গত, টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির শেষ সেঞ্চুরি এসেছিল 2019 সালে নভেম্বর মাসে কলকাতায় হওয়া বাংলাদেশের বিরুদ্ধে দিনরাতের টেস্ট ম্যাচে ৷ তার পর থেকে তিনি পর পর একাধিক ম্যাচে 40-এর ঘরে রান করেছেন ৷ কিন্তু সব ম্যাচে সেট হয়ে যাওয়ার পরেও আউট হয়ে গিয়েছেন ৷
প্রথম দুই টেস্ট ম্যাচে কোহলিকে অফ স্টাম্পের বাইরের বলে বেশ অস্বস্তিতে পড়তে দেখা গিয়েছে ৷ এমনকি অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরেছেন ভারত অধিনায়ক ৷ ফলে হেডিংলি টেস্টে চতুর্থ স্টাম্প এবং তার বাইরের বল খেলার জন্য বিরাট কোহলিকে তাঁর ব্যাটিং কৌশল আরও মজবুত করতে হবে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ তবে, শুধু বিরাট নন ৷ ভারতীয় টপ অর্ডারে চেতেশ্বর পূজারা এবং পাঁচ নম্বরে নামা সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানের ফর্ম ভারতীয় শিবিরের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷
আরও পড়ুন : Afghan cricket : বিমান পরিষেবা বন্ধ, স্থগিত আফগানিস্তান-পাকিস্তান ওয়ান ডে সিরিজ়