কলম্বো, 27 জুলাই : প্রথম ম্যাচে দাপটের সঙ্গে জয় ৷ এবার সিরিজ় জয় লক্ষ্য নিয়ে কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-20 সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে নামছে শিখর ধাওয়ানের টিম ইন্ডিয়া ৷
দ্রাবিড় বাহিনীর নজর আছে সঞ্জু স্যামসনের ফর্মের দিকে ৷ কারণ একাধিক সুযোগ পেলেও এখনও তার সদ্ব্যবহার করতে পারেনি রাজস্থান রয়্যালসের অধিনায়ক ৷ তাই দ্বিতীয় ম্যাচে তাঁর ফর্মের দিকে তাকিয়ে ভারতের থিঙ্কট্যাঙ্ক ৷
শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে 38 রানে হারিয়েছে ধাওয়ানের ভারত ৷ তাই দ্বিতীয় ম্যাচে দলের উইনিং কম্বিনেশনে হয়ত পরিবর্তন চাইবেন না দ্রাবিড়-ধাওয়ান জুটি ৷ তবে আশা করা যায় সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ তাঁদের শ্রীলঙ্কা সফরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামবেন ৷
ভারতের ইংল্যান্ড সফরের দলে যদি সূর্যকুমার ও পৃথ্বীর ডাক পড়ে তাহলে তাঁদের পরিবর্তও রাহুল দ্রাবিড়ের হাতে আছে ৷ পরিবর্ত হিসেবে দেখা যেতেই পারে দেবদূত পাড়িক্কল ও ঋুতুরাজ গায়কোয়াড়কে ৷ তবে মঙ্গলবার সবার নজর থাকবে সঞ্জু স্যামসনের দিকে ৷ কারণ তাঁকে বড় ম্যাচের ক্রিকেটার বলা হয় ৷ কিন্তু ভারতের নীল জার্সিতে এখনও আহামরি কিছু করে উঠতে পারেননি কেরেলার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৷