বার্মিংহ্যাম, 1 জুলাই : স্যুইং সহায়ক উইকেট, সঙ্গী স্যাঁতসেঁতে আবহাওয়া ৷ টস জিতে ব্যাট করতে পাঠিয়ে ভারতকে ফাঁদে ফেলার যে ফন্দি বেন স্টোকস এঁটেছিলেন, তাতে প্রাথমিকভাবে সফল হলেও ষষ্ঠ উইকেটে ঋষভ পন্থ-রবীন্দ্র জাদেজা জুটি এসে ঘেঁটে দিল ইংল্যান্ডের সব পরিকল্পনা ৷ সহ-অধিনায়ক পন্থের রাজকীয় শতরানে প্রাথমিক বিপর্যয় সামলে ঘুরে দাঁড়াল টিম ইন্ডিয়া (India fight back as Rishabh Pant hits century at Edgbaston) ৷ বৃষ্টির কারণে সময়ের আগেই মধ্যাহ্নভোজের বিরতি নিয়ে নেওয়া হয় এজবাস্টন টেস্টের প্রথমদিন ৷ ভারতের রান তখন 2 উইকেটে 53 ৷
বৃষ্টির পর খেলা শুরু হলে পেস বোলিং'য়ের সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ফায়দা নিতে ভুল করেননি ইংরেজ পেসাররা ৷ 53 রানে 2 উইকেট থেকে 98 রানে পাঁচ উইকেট খুঁইয়ে বসে টিম ইন্ডিয়া ৷ প্রত্যাবর্তনের মঞ্চ প্রস্তুত থাকলেও এজবাস্টনে ব্যর্থ হলেন বিরাট কোহলি ৷ ম্যাথু পটসের অফস্ট্য়াম্পের বাইরের একটা ডেলিভারি খেলবেন কী ছাড়বেন ভাবতে ভাবতে উইকেট ছুড়ে দিয়ে আসেন প্রাক্তন অধিনায়ক ৷ খাদের কিনারায় চলে যাওয়া দলকে টেনে তোলেন পন্থ-জাদেজা ৷