হায়দরাবাদ, 29 ডিসেম্বর:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একধাক্কায় 6 নম্বরে নেমে গেল ভারত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরেই এই পতন ভারতীয় দলের ৷ সঙ্গে স্লো ওভার-রেটের কারণে আরও 2 পয়েন্ট কাটা গিয়েছে রোহিত শর্মাদের ৷ ফলে 38.89 শতাংশ পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে ভারত ৷ অন্যদিকে, এ দিন সোশাল মিডিয়ায় ব্যাটিং অনুশীলনের প্রস্তুতির ভিডিয়ো পোস্ট করলেন অজিঙ্ক রাহানে ৷ ক্যাপশন দিয়েছেন, 'নো রেস্ট ডে' ৷
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 3 দিনে ইনিংসে প্রথম টেস্ট হেরে সিরিজ জয়ের আশা খুইয়েছে ভারত ৷ সেই ধাক্কা সামলানোর আগেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লেন রোহিত শর্মারা ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর ভারতের চ্যাম্পিয়নশিপের টেবিলে অবস্থান, 3 টেস্ট খেলে একটি জয়, একটি ড্র ও এক ম্যাচে হার ৷ ফলে 16 পয়েন্ট নিয়ে 44.44 শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকার কথা ভারতের ৷ কিন্তু, সেখানেও কাল হয়েছে ম্যাচে স্লো ওভার-রেট ৷ যার জেরে আগের 16 থেকেও 2 পয়েন্ট কাটা গিয়েছে রোহিতদের ৷ ফলে আরও একধাপ নেমে 38.89 শতাংশ পয়েন্ট নিয়ে 6 নম্বরে ভারত ৷
ব্যাটিং ও বোলিংয়ে এই ভরাডুবির পর, ভারতীয় দলে ফের বিদেশের মাটিতে সিম ও স্যুইংয়ের জুজু ফিরে এসেছে বলে সমালোচনা শুরু হয়েছে ৷ সেখানেই 2017-18 সফরে দক্ষিণ আফ্রিকায় অন্যতম সফল ব্যাটার অজিঙ্ক রাহানের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ আর সেই চর্চা আরও বেড়েছে রাহানের আজ সকালের একটি ভিডিয়ো দেখে ৷ যেখানে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও গতকাল বলেছিলেন, ‘‘এই সফরে ভারতীয় দল অবশ্যই অজিঙ্ক রাহানের অভাব বোধ করবে ৷’’
রাহানে এবং চেতেশ্বর পূজারার মতো টেস্টে সফল ক্রিকেটারদের দলে ফেরানোর দাবি ক্রমশ জোরদার হচ্ছে ৷ কিন্তু, ম্যানেজমেন্টের ভাবনায় তাঁরা রয়েছেন বলে মনে হচ্ছে না ৷ তবে, রাহানের এই ব্যাটিং অনুশীলন রঞ্জি প্রস্তুতির জন্য ৷ আগামী 5 জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রথম ম্যাচ বিহারের বিরুদ্ধে ৷ সেখানে মুম্বইয়ের নেতৃত্বে থাকবেন রাহানে ৷ তাই অন্তত এই সফরে রাহানের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে ৷ এ দিন বিসিসিআই মহম্মদ শামির পরিবর্ত হিসেবে আবেশ খানকে দ্বিতীয় টেস্টের প্রাথমিক দলে সামিল করেছে ৷ আবেশ খান এই মুহূর্তে ভারত 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় আন-অফিসিয়াল টেস্ট খেলছেন ৷
আরও পড়ুন:
- সেঞ্চুরিয়নে দল হারলেও 'বিরাট' নজির, রেকর্ড গড়লেন কোহলি
- ট্র্যাজিক নায়ক কোহলি, সেঞ্চুরিয়নে লজ্জার হারে সিরিজ জয় অধরা ভারতের
- হাড্ডাহাডি ম্যাচে হরমনদের হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া