পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 6 নম্বরে নামল ভারত, রঞ্জি প্রস্তুতির ভিডিয়ো পোস্ট রাহানের - WTC Points Table

WTC Points Table: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের রেশ এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকাতেও ৷ এক ধাক্কায় এক নম্বর থেকে ছয়ে নেমে এল ভারত ৷ ভারতের হারের পর সোশাল মিডিয়ায় রঞ্জি প্রস্তুতির ভিডিয়ো পোস্ট অজিঙ্ক রাহানের ৷

Image Courtesy: Proteas Men and BCCI X
Image Courtesy: Proteas Men and BCCI X

By ETV Bharat Bangla Team

Published : Dec 29, 2023, 3:38 PM IST

হায়দরাবাদ, 29 ডিসেম্বর:বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় একধাক্কায় 6 নম্বরে নেমে গেল ভারত ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে হারের পরেই এই পতন ভারতীয় দলের ৷ সঙ্গে স্লো ওভার-রেটের কারণে আরও 2 পয়েন্ট কাটা গিয়েছে রোহিত শর্মাদের ৷ ফলে 38.89 শতাংশ পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে ভারত ৷ অন্যদিকে, এ দিন সোশাল মিডিয়ায় ব্যাটিং অনুশীলনের প্রস্তুতির ভিডিয়ো পোস্ট করলেন অজিঙ্ক রাহানে ৷ ক্যাপশন দিয়েছেন, 'নো রেস্ট ডে' ৷

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র 3 দিনে ইনিংসে প্রথম টেস্ট হেরে সিরিজ জয়ের আশা খুইয়েছে ভারত ৷ সেই ধাক্কা সামলানোর আগেই, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়লেন রোহিত শর্মারা ৷ প্রোটিয়াদের বিরুদ্ধে হারের পর ভারতের চ্যাম্পিয়নশিপের টেবিলে অবস্থান, 3 টেস্ট খেলে একটি জয়, একটি ড্র ও এক ম্যাচে হার ৷ ফলে 16 পয়েন্ট নিয়ে 44.44 শতাংশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে থাকার কথা ভারতের ৷ কিন্তু, সেখানেও কাল হয়েছে ম্যাচে স্লো ওভার-রেট ৷ যার জেরে আগের 16 থেকেও 2 পয়েন্ট কাটা গিয়েছে রোহিতদের ৷ ফলে আরও একধাপ নেমে 38.89 শতাংশ পয়েন্ট নিয়ে 6 নম্বরে ভারত ৷

ব্যাটিং ও বোলিংয়ে এই ভরাডুবির পর, ভারতীয় দলে ফের বিদেশের মাটিতে সিম ও স্যুইংয়ের জুজু ফিরে এসেছে বলে সমালোচনা শুরু হয়েছে ৷ সেখানেই 2017-18 সফরে দক্ষিণ আফ্রিকায় অন্যতম সফল ব্যাটার অজিঙ্ক রাহানের নাম নিয়ে চর্চা শুরু হয়েছে ৷ আর সেই চর্চা আরও বেড়েছে রাহানের আজ সকালের একটি ভিডিয়ো দেখে ৷ যেখানে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা গিয়েছে তাঁকে ৷ এমনকি প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকরও গতকাল বলেছিলেন, ‘‘এই সফরে ভারতীয় দল অবশ্যই অজিঙ্ক রাহানের অভাব বোধ করবে ৷’’

রাহানে এবং চেতেশ্বর পূজারার মতো টেস্টে সফল ক্রিকেটারদের দলে ফেরানোর দাবি ক্রমশ জোরদার হচ্ছে ৷ কিন্তু, ম্যানেজমেন্টের ভাবনায় তাঁরা রয়েছেন বলে মনে হচ্ছে না ৷ তবে, রাহানের এই ব্যাটিং অনুশীলন রঞ্জি প্রস্তুতির জন্য ৷ আগামী 5 জানুয়ারি থেকে শুরু হওয়া রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের প্রথম ম্যাচ বিহারের বিরুদ্ধে ৷ সেখানে মুম্বইয়ের নেতৃত্বে থাকবেন রাহানে ৷ তাই অন্তত এই সফরে রাহানের ভারতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে ৷ এ দিন বিসিসিআই মহম্মদ শামির পরিবর্ত হিসেবে আবেশ খানকে দ্বিতীয় টেস্টের প্রাথমিক দলে সামিল করেছে ৷ আবেশ খান এই মুহূর্তে ভারত 'এ' দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় আন-অফিসিয়াল টেস্ট খেলছেন ৷

আরও পড়ুন:

  1. সেঞ্চুরিয়নে দল হারলেও 'বিরাট' নজির, রেকর্ড গড়লেন কোহলি
  2. ট্র্যাজিক নায়ক কোহলি, সেঞ্চুরিয়নে লজ্জার হারে সিরিজ জয় অধরা ভারতের
  3. হাড্ডাহাডি ম্যাচে হরমনদের হারিয়ে একদিনের সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

ABOUT THE AUTHOR

...view details