লিডস, 28 অগস্ট : বিপক্ষের লাগাতার চাপেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ভারতীয় দলের ইনিংস ৷ লিডসে এক ইনিংস এবং 76 রানে হারের পর এমনটাই জানালেন অধিনায়ক বিরাট কোহলি ৷ বলতে গেলে গোটা টেস্ট জুড়ে ইংল্যান্ডের কাছে আত্মসমর্পণ করেছে ভারত ৷ ব্যাটে-বলে কোনও ছাপ ফেলতে পারেনি ভারতীয় দল ৷ কোহলি বলছেন, বিপক্ষের বোলারদের তরফে তৈরি চাপের ফলেই চূর্ণবিচূর্ণ হয়েছে ভারতীয় ব্যাটিং ৷
লিডস টেস্টের প্রথম ইনিংসে জেমস অ্যান্ডারসনদের সামনে দাঁড়াতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা ৷ যে পিচে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট 121 রানের ঝকঝকে ইনিংস খেলে ফেললেন সেখানে প্রথম ইনিংসে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং ব্রিগেড ৷ মাত্র 78 রানে অলআউট হয়ে যায় তারা ৷ যে ভয়ঙ্কর বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় নামলেও বাস্তবে তা সম্ভব হয়নি ৷