হ্যাংঝাউ, 7 অক্টোবর:এশিয়াডে শনিবার এল পঞ্চম সোনা ৷ 14তম দিনে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে স্বর্ণ পদক জিতে নিল ভারতীয় ক্রিকেট দল ৷ 19তম এশিয়ান গেমসে মাঠে নেমে সোনা জিতেছিলেন ভারতের মহিলা ক্রিকেটাররাও ৷ এবার পালা ছিল পুরুষদের ৷ নিরাশ করলেন না তাঁরাও ৷ বৃষ্টির জেরে আফগানিস্তানের সঙ্গে ফাইনাল মাঝ পর্বেই বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আইসিসি ব়্যাংকিংয়ে আফগানিস্তানের থেকে এগিয়ে থাকার জেরে ভারতের ঝুলিতেই এল স্বর্ণ পদক ৷
ফাইনালে অবশ্য় ব্যাটে-বলে আফগানিস্তানকে পরাস্ত করার সুযোগ পেল না ভারতীয় দল ৷ টসে জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৷ ভারতের আঁটোসাটো বোলিংয়ের সামনে শুরু থেকেই বিপাকে পড়ে যান আফগান ব্যাটাররা ৷ জুবেদ আকবারিকে ফিরিয়ে প্রথমেই আফগানিস্তানকে বড় ধাক্কা দিয়েছিলেন শিবম দুবে ৷ এরপর মহম্মদ শেহজাদকেও 4 রানে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেন আর্শদীপ সিং ৷ রান আউট হন নূর আলি জাদরানও ৷ যার জেরে 12 রানে 3 উইকেট খুইয়ে প্রথমেই চাপে পড়ে গিয়েছিল আফগান বাহিনী ৷
তবে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন শাহিদুল্লাহ কামাল ৷ 43 বলে 49 রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি ৷ ফলত 18.2 ওভারে 112 রানের সম্মানজনক স্কোর খাড়া করতে সফল হয় আফগানিস্তান ৷ কিন্তু ইন্দ্রদেবের খামখেয়ালিতে জলে ভেসে গেল সমস্ত লড়াই ৷ খাতায় কলমে আন্তর্জাতিক ব়্যাংকিংয়ে আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত ৷ আর তাই সোনা এল রুতুরাজদের ঝুলিতে ৷