পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asian Games 2023: মেয়েদের পর সোনা জিতল ছেলেরাও! এশিয়াডের বাইশ গজে শ্রেষ্ঠত্ব প্রমাণ করল ভারত - ক্রিকেটে ফের সোনা জয় ভারতের

এশিয়াডে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে স্বর্ণ পদক জিতে নিল ভারতীয় ক্রিকেট দল ৷ নেপাল এবং বাংলাদেশকে হারানোর পর শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের ফলও গেল ভারতের পক্ষেই ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 7, 2023, 2:55 PM IST

Updated : Oct 10, 2023, 7:28 PM IST

হ্যাংঝাউ, 7 অক্টোবর:এশিয়াডে শনিবার এল পঞ্চম সোনা ৷ 14তম দিনে রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে স্বর্ণ পদক জিতে নিল ভারতীয় ক্রিকেট দল ৷ 19তম এশিয়ান গেমসে মাঠে নেমে সোনা জিতেছিলেন ভারতের মহিলা ক্রিকেটাররাও ৷ এবার পালা ছিল পুরুষদের ৷ নিরাশ করলেন না তাঁরাও ৷ বৃষ্টির জেরে আফগানিস্তানের সঙ্গে ফাইনাল মাঝ পর্বেই বন্ধ হয়ে যায় ৷ কিন্তু আইসিসি ব়্যাংকিংয়ে আফগানিস্তানের থেকে এগিয়ে থাকার জেরে ভারতের ঝুলিতেই এল স্বর্ণ পদক ৷

ফাইনালে অবশ্য় ব্যাটে-বলে আফগানিস্তানকে পরাস্ত করার সুযোগ পেল না ভারতীয় দল ৷ টসে জিতে এদিন প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ৷ ভারতের আঁটোসাটো বোলিংয়ের সামনে শুরু থেকেই বিপাকে পড়ে যান আফগান ব্যাটাররা ৷ জুবেদ আকবারিকে ফিরিয়ে প্রথমেই আফগানিস্তানকে বড় ধাক্কা দিয়েছিলেন শিবম দুবে ৷ এরপর মহম্মদ শেহজাদকেও 4 রানে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেন আর্শদীপ সিং ৷ রান আউট হন নূর আলি জাদরানও ৷ যার জেরে 12 রানে 3 উইকেট খুইয়ে প্রথমেই চাপে পড়ে গিয়েছিল আফগান বাহিনী ৷

তবে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন শাহিদুল্লাহ কামাল ৷ 43 বলে 49 রানের গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দেন তিনি ৷ ফলত 18.2 ওভারে 112 রানের সম্মানজনক স্কোর খাড়া করতে সফল হয় আফগানিস্তান ৷ কিন্তু ইন্দ্রদেবের খামখেয়ালিতে জলে ভেসে গেল সমস্ত লড়াই ৷ খাতায় কলমে আন্তর্জাতিক ব়্যাংকিংয়ে আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে ভারত ৷ আর তাই সোনা এল রুতুরাজদের ঝুলিতে ৷

এশিয়ান গেমসে প্রথম ভারতের কাছে পরাস্ত হয় নেপাল ৷ কোয়ার্টার ফাইনালে যশস্বী জয়সওয়ালের দুরন্ত শতরানের জেরে নির্ধারিত 20 ওভারে 202 রান তুলেছিল ভারতীয় দল ৷ জবাবে ব্যাট করতে নেমে আবেশ খান এবং রবি বিষ্ণোই জুটির আগুনে বোলিংয়ের সামনে 179 রানেই শেষ হয়ে যায় নেপালের লড়াই ৷ 3টি করে উইকেট শিকার করেছিলেন আবেশ এবং রবি ৷

আরও পড়ুন:হল কী কবাডিতে, চূড়ান্ত ঝামেলা পুরুষদের ফাইনালে; স্থগিত ম্যাচ

এরপর সেমিফাইনালে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল ভারতীয় দল ৷ সেখানেও জয় তুলে নেয় রুতুরাজের দল ৷ বাংলাদেশ ম্যাচেও নায়ক ছিলেন বোলাররাই ৷ ওয়াশিংটন সুন্দরের জোড়া আঘাত আর সাই কিশোরের 3 উইকেটের জেরে মাত্র 96 রানেই গুটিয়ে যায় বাংলা টাইগাররা ৷ জবাবে ব্যাট করতে নেমে 1 উইকেট খুইয়েই জয়ের জন্য় প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত ৷ বল হাতে পারভেজ হোসেন ইমনকে আগেই ফেরত পাঠিয়েছিলেন তিলক বর্মা ৷ তারপর ব্যাট হাতেও 55 রানের দুরন্ত ইনিংস উপহার দেন তিনি ৷ যার জেরে সহজেই ফাইনালে জায়গা করে নেয় মেন ইন ব্লু ৷

Last Updated : Oct 10, 2023, 7:28 PM IST

ABOUT THE AUTHOR

...view details