সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর :সুপার স্পোর্ট পার্কে ইতিহাস গড়ল ভারত (India creat history at Centurion) ৷ বক্সিং-ডে টেস্টের শেষদিনে প্রোটিয়া 'বধ' করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ এই প্রথম সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের স্বাদ পেল ভারত ৷ টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে 113 রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় কোহলি অ্যান্ড কোং ৷ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়ল বিরাটবাহিনী (India win Boxing Day Test) ৷
এর আগে এই মাঠে দু'টি টেস্ট খেলেছিল ভারত ৷ 2010 সালে প্রথম টেস্টে অপরাজিত শতরান করেছিলেন সচিন ৷ শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এমএস ধোনিও ৷ তা সত্ত্বেও ইনিংস এবং 25 রানে ম্যাচ হেরেছিল ভারত ৷ 2018 সালে জলে গিয়েছিল ক্যাপ্টেন কোহলির শতরান ৷ 135 রানে ম্যাচ জিতে ছিল হাসিম আমলা-ডি'ভিলিয়ার্সরা ৷ এদিন ইতিহাস গড়ার পাশাপাশি সেই ক্ষতেও কিছুটা প্রলেপ দিল টিম ইন্ডিয়া ৷