পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India win Boxing Day Test : সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত - সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত

এর আগে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া সেঞ্চুরিয়নে কোনও দেশ টেস্ট জেতেনি ৷ এবার বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়লেন বিরাট কোহলি-লোকেশ রাহুলরা (India win Boxing Day Test) ৷

India win Boxing Day Test
সেঞ্চুরিয়নে টেস্ট জিতে ইতিহাস গড়ল ভারত

By

Published : Dec 30, 2021, 4:26 PM IST

Updated : Jun 28, 2022, 3:25 PM IST

সেঞ্চুরিয়ন, 30 ডিসেম্বর :সুপার স্পোর্ট পার্কে ইতিহাস গড়ল ভারত (India creat history at Centurion) ৷ বক্সিং-ডে টেস্টের শেষদিনে প্রোটিয়া 'বধ' করল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ এই প্রথম সেঞ্চুরিয়নে টেস্ট জয়ের স্বাদ পেল ভারত ৷ টেস্টের শেষ দিনের দ্বিতীয় সেশনের শুরুতেই দক্ষিণ আফ্রিকাকে 113 রানে হারিয়ে সিরিজে এগিয়ে যায় কোহলি অ্যান্ড কোং ৷ বিশ্বের তৃতীয় দেশ হিসেবে সুপার স্পোর্ট পার্কে টেস্ট জয়ের নজির গড়ল বিরাটবাহিনী (India win Boxing Day Test) ৷

এর আগে এই মাঠে দু'টি টেস্ট খেলেছিল ভারত ৷ 2010 সালে প্রথম টেস্টে অপরাজিত শতরান করেছিলেন সচিন ৷ শতরানের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন এমএস ধোনিও ৷ তা সত্ত্বেও ইনিংস এবং 25 রানে ম্যাচ হেরেছিল ভারত ৷ 2018 সালে জলে গিয়েছিল ক্যাপ্টেন কোহলির শতরান ৷ 135 রানে ম্যাচ জিতে ছিল হাসিম আমলা-ডি'ভিলিয়ার্সরা ৷ এদিন ইতিহাস গড়ার পাশাপাশি সেই ক্ষতেও কিছুটা প্রলেপ দিল টিম ইন্ডিয়া ৷

শেষদিনে ভারতের জয়ের কাণ্ডারি মহম্মদ শামি-জসপ্রীত বুমরা ৷ প্রথম ইনিংসে ভারতের লিড ছিল 130 ৷ দ্বিতীয় ইনিংস 174 রানে শেষ হলে গেলেও প্রোটিয়াদের 305 রানের টার্গেট দেয় ভারত ৷ ইনিংসের শুরুতেই এইডেন মার্করামকে ফেরান মহম্মদ শামি ৷ ভয়ঙ্কর হয়ে ওঠা ডিন এলগারকে ড্রেসিংরুমের রাস্তা দেখান বুমরা ৷ এরপর তেম্বা বাভুমা ছাড়া আর কেউই সেরকম প্রতিরোধ গড়তে পারেননি ৷ শেষ পর্যন্ত 35 রানে অপরাজিত থাকেন বাভুমা ৷

আরও পড়ুন : সেঞ্চুরিয়নে একইদিনে মাইলস্টোন ছুঁলেন দুই ভারতীয়

বিশ্বের 9টি দেশ সেঞ্চুরিয়নে কম করে একটি হলেও টেস্ট খেলেছে ৷ তাদের মধ্যে মাত্র দুটি টিম এই মাঠে জয়ের নজির গড়েছে ৷ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ছাড়া সেঞ্চুরিয়নে জয়ের সৌভাগ্য হয়নি অন্য কোনও দলের ৷ পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশকে পিছনে ফেলে এশিয়ার প্রথম দেশ হিসেবে টেস্ট জিতল ভারত ৷

Last Updated : Jun 28, 2022, 3:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details