আমেদাবাদ, 13 মার্চ: নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারাতেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া । ফলে মোতেরায় শেষ দিনের প্রথম সেশনের পর কার্যত নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছিল ভারত-অস্ট্রেলিয়া শেষ টেস্ট (India clinch Series against Australia) । যদিও আগেই নির্বিষ ড্র'য়ের দিকেই গড়িয়েছিল ম্যাচ । ফলে 2-1 ব্যবধানে সিরিজ জিতেই ওভালে পা-রাখবে 'রোহিত অ্যান্ড কোং' (India in ICC World Test Championship Final)।
দ্য ওভালের মহড়া সারল টিম ইন্ডিয়া:
চার ম্যাচের সিরিজে প্রথম থেকেই দুরন্ত শুরু করেছিল ভারত । বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম ম্য়াচে অজিদের কার্যত উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া । ইনিংস ও 132 রানের বিরাট ব্যবধানে ম্যাচ জিতেছিলেন রোহিতরা । দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দ্বিতীয় ম্য়াচে সেই আধিপত্য ধরে রাখতে না-পারলেও জয়ের ধারা বজায় রেখেছিল ভারত । যদিও ভারতের ছন্দপতন হয় তৃতীয় ম্যাচে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ধুয়েমুছে সাফ হয়ে যান রোহিত-কোহলিরা।
মোতেরায় শেষ ম্যাচের তৃতীয় দিন থেকেই বোঝা গিয়েছিল, ফলাফলের অপেক্ষা না-করাই ভালো । যদিও এই ম্যাচে ভারতের স্বস্তির জায়গা বিরাট কোহলির ফর্মে ফেরা । ইডেনে পিঙ্ক বল টেস্টে সেঞ্চুরি করার পর তিন বছর তিন অংকের রান আসেনি কোহলির ব্যাটে । তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ছন্দ খুঁজে পান তিনি । বিরাটের ব্যাটে মোতেরার ফর্ম 'দ্য ওভালে'ও বজায় থাকলে ভারতের লড়াইটা অনেক সহজ হয়ে যাবে ।