লন্ডন, 12 জুলাই: জল্পনাই সত্যি হল । চোট পেয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি (Virat Kohli misses 1st ODI due to injury) । ওভালে মঙ্গলবার টসে জিতে বল করার সিদ্ধান্ত নিলেন অধিনায়ক রোহিত শর্মা ৷ এর আগে রোহিতকে ছাড়াই টি-20 সিরিজে ইংরেজ 'বধ' করেছে ভারত ৷ ফলে এই সিরিজে মুম্বইকর দলে ফেরায় একাদশের শক্তি অনেকটাই বাড়ল ৷
বল হাতে শুরুতেই ঝটকা দিয়েছেন জসপ্রীত বুমরা ৷ খাতা খোলার আগেই ফিরিয়েছেন জো রুট এবং জেসন রয়কে ৷ শুন্য রানে ড্রেসিংরুমে ফিরেছেন বেন স্টোকস, লিয়াম লিভিংস্টোনও ৷ মাত্র 7 রান এসেছে জনি বেয়ারস্টোর ব্যাট থেকে ৷ মাত্র 26 রানে পাঁচ উইকেট হারিয়ে ধুঁকছে ইংল্যান্ড ৷ দলের ইনিংস মেরামতের চেষ্টা চালাচ্ছেন ক্যাপ্টেন জস বাটলার ৷