অ্যান্টিগা, 4 ফেব্রুয়ারি: 'কিং অফ ক্রিকেট'-এর শহরে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি যশদের ৷ অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ৷ শনিবার অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিশ্বজয়ের সামনে ইংল্যান্ড ৷ ছোটদের বিশ্বকাপ জয়ের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ভারত ৷ শেষ চারবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে জুনিয়র টিম ইন্ডিয়া ৷ শেষ তিনবারের মধ্যে একবার চ্যাম্পিয়ন হলেও হেরেছে দু'বার ৷ 2020 সালে বাংলাদেশের কাছে তিন উইকেট হারে ভারত ৷ তার আগে অর্থাৎ 2018 সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাহুল দ্রাবিড়ের কোচিংয় অনূর্ধ্ব ভারত ৷
সেই দ্রাবিড় এখন ভারতীয় সিনিয়র দলের কোচ ৷ তবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে (U19 World Cup Final) যশ ধূলের নেতৃত্বাধীন ভারতের সামনে ফের ট্রফি জয়ের হাতছানি ৷সেমিফাইনাল শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত ৷ স্বাভাবিকভাবেই কাপ ফের ভারতে নিয়ে আসার স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ৷ পরিসংখ্যান বলছে 13বার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মধ্যে সাতবার ফাইনালে উঠে ভারত ৷ এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টিম ইন্ডিয়া ৷