পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

U19 World Cup Final : কাপ ফেরত নিয়ে আসার ডাক দিয়েছেন যশ ধুল, অপেক্ষায় ভারত - U19 World Cup Final

13বার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মধ্যে সাতবার ফাইনালে উঠে ভারত (U19 World Cup Final) ৷ এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টিম ইন্ডিয়া ৷ অন্যদিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 ক্রিকেট 24 বছর পরে ফাইনালে ৷

U19 World Cup Final
কাপ ফেরত নিয়ে আসার ডাক দিয়েছেন যশ ধুল, অপেক্ষায় ভারত

By

Published : Feb 4, 2022, 10:52 PM IST

অ্যান্টিগা, 4 ফেব্রুয়ারি: 'কিং অফ ক্রিকেট'-এর শহরে চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি যশদের ৷ অস্ট্রেলিয়াকে হারিয়ে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত ৷ শনিবার অ্যান্টিগার স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের বিশ্বজয়ের সামনে ইংল্যান্ড ৷ ছোটদের বিশ্বকাপ জয়ের পরিসংখ্যানে অনেকটাই এগিয়ে ভারত ৷ শেষ চারবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে জুনিয়র টিম ইন্ডিয়া ৷ শেষ তিনবারের মধ্যে একবার চ্যাম্পিয়ন হলেও হেরেছে দু'বার ৷ 2020 সালে বাংলাদেশের কাছে তিন উইকেট হারে ভারত ৷ তার আগে অর্থাৎ 2018 সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাহুল দ্রাবিড়ের কোচিংয় অনূর্ধ্ব ভারত ৷

সেই দ্রাবিড় এখন ভারতীয় সিনিয়র দলের কোচ ৷ তবে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনালে (U19 World Cup Final) যশ ধূলের নেতৃত্বাধীন ভারতের সামনে ফের ট্রফি জয়ের হাতছানি ৷সেমিফাইনাল শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ডের সামনে ভারত ৷ স্বাভাবিকভাবেই কাপ ফের ভারতে নিয়ে আসার স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ৷ পরিসংখ্যান বলছে 13বার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মধ্যে সাতবার ফাইনালে উঠে ভারত ৷ এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টিম ইন্ডিয়া ৷

অন্যদিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 ক্রিকেট 24 বছর পরে ফাইনালে ৷ অধিনায়ক টমাস প্রেস্ট বলছেন, তারা ভারতীয়দের সামলাতে তৈরি ৷ইংল্যান্ডকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন কেভিন পিটারসেনের ভক্ত অধিনায়ক প্রেস্ট ৷ তাই তিন নম্বরে ব্যাট করতে নামা প্রেস্টের চওড়া ব্যাটে ভর দিয়ে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ডও।

আরও পড়ুন : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত, যশ ধুলের প্রশংসায় পঞ্চমুখ ভন

ভারতীয় দলের অধিনায়ক যশ ধুল বলছেন, কাপ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী (india chase record extending 5th U19 World Cup title) ৷ ইতিমধ্যে ভারতীয় দলের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি ভিডিও বার্তায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কাপ যুদ্ধে ব্যস্ত থাকা জুনিয়র টিম ইন্ডিয়া দলকে উৎসাহ দিয়েছেন ৷ ফলে পুরো ভারতীয় ব্রিগেড ইংলিশ চ্যালেঞ্জ নিতে তৈরি ৷ পেসার রাজবর্ধন হাঙ্গারগেকর, অফস্পিনার কৌশল তাম্বে সকলেই বলছেন তারা বিরাট কোহলির বার্তায় উদ্বুদ্ধ ৷ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভনের যশের পারফরম্যান্স দেখে মুগ্ধ ৷ মহম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বী শ-এর যশের হাতে কাপ দেখতে মুখিয়ে রয়েছে দেশবাসী ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details