নয়াদিল্লি, 15 এপ্রিল : ‘‘উইজ়ডেন ক্রিকেটার আলমানাক’’-এর দশকের সেরা একদিনের ক্রিকেটার হিসেবে নির্বাচিত হলেন বিরাট কোহলি ৷ 2010-2020 পর্যন্ত আন্তর্জাতিক একদিনের ম্যাচে পারফরমেন্সের ভিত্তিতে তাঁকে এই সম্মান দিচ্ছে উইজ়ডেন ৷ আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে 11 হাজারের উপর রান করেছেন ভারত অধিনায়ক ৷ সেই সঙ্গে 42টি শতরান রয়েছে তাঁর ৷
পঞ্চম ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন বিরাট কোহলি ৷ 1971 সাল থেকে চলে আসা এই পুরস্কার প্রতি 10 বছর অন্তর দেওয়া হয় ৷ বিরাট কোহলি 2011 সালে বিশ্বকাপ জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ৷ তারপরও নিজেকে সব ফরম্যাটে বিশ্বের সেরা ক্রিকেটার হিসেবে তুলে ধরেছেন কোহলি ৷ বিশেষ করে একদিনের ক্রিকেটে দীর্ঘ তিনবছর ধরে এক নম্বর স্থান নিজের দখলে রেখেছিলেন ভারত অধিনায়ক ৷ এই দশ বছরে 11 হাজারের বেশি রান করেছেন বিরাট কোহলি ৷ যেখানে 60 উপরে গড়ে 42টি শতরান রয়েছে তাঁর ৷