পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India in WTC 2024: 12 জুলাই থেকে শুরু ভারতের পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা - ভারতের পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা

ভারতের পরবর্তী আন্তর্জাতিক সফরের সূচি প্রকাশিত হয়ে গেল ৷ 12 জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সেই সিরিজে 3টি ওয়ান ডে ও 5টি টি-20 ম্যাচের সিরিজও খেলবেন রোহিত-হার্দিকরা ৷

India Tour of West Indies ETV BHARAT
India Tour of West Indies

By

Published : Jun 13, 2023, 1:56 PM IST

মুম্বই, 13 জুন: 12 জুলাই থেকে 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করবে ভারত ৷ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত ৷ সোমবার রাতে সফরসূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ৷ ডমিনিকায় 12 জুলাই প্রথম টেস্ট খেলবেন রোহিত শর্মারা ৷ দ্বিতীয় টেস্ট শুরু হবে 20 জুলাই ত্রিনিদাদে ৷ 2টি টেস্ট ম্যাচের পাশাপাশি, 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং 5 ম্যাচের টি-20 সিরিজ খেলবে ভারত ৷

সোমবার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজের সূচি প্রকাশ করেছে ৷ যার পরপরই বিসিসিআই-এর তরফে সফরসূচি প্রকাশ করা হয় ৷ 12 জুলাই থেকে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্বের সূচনা করবে ৷ আর গত দু’টি সার্কেলের মতো তৃতীয় অধ্যায়ের শুরুটাও ভারত করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে ৷ 12-16 জুলাই পর্যন্ত ডমিনিকাতে প্রথম টেস্ট হবে ৷ এরপর মাঝে 3 দিনের বিরতি দিয়ে 20-24 জুলাই পর্যন্ত দ্বিতীয় টেস্ট শুরু হবে ৷

টেস্ট সিরিজের পাশাপাশি, 3 ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবেন রোহিত শর্মারা ৷ এই ওয়ান ডে সিরিজ অক্টোবর-নভেম্বর মাসে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপের প্রস্তুতি ভারতীয় দলের জন্য ৷ ওয়ান ডে সিরিজ শুরু হবে 27 জুলাই থেকে ৷ বারবাডোসে প্রথম ওয়ান ডে হবে ৷ একই স্টেডিয়ামে 29 জুলাই হবে দ্বিতীয় ওয়ান ডে ৷ তৃতীয় তথা শেষ ম্যাচ খেলা হবে 1 অগস্ট ত্রিনিদাদে ৷

এরপর হবে 5 ম্যাচের টি-20 সিরিজ ৷ 3 অগস্ট ত্রিনিদাদে প্রথম টি-20, 6 ও 8 অগস্ট গুয়ানাতে দ্বিতীয় ও তৃতীয় টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ সেখান থেকে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল মার্কিন যুক্তরাষ্ট্রে উড়ে যাবে ৷ সেখানে লাউডারহিলে 12 ও 13 অগস্ট হবে চতুর্থ ও পঞ্চম টি-20 ম্যাচ ৷

আরও পড়ুন:টপ-অর্ডার ব্যাটাররা যোগ্যতা অনুযায়ী পারফর্ম করেনি, সৌরভের কাছে স্বীকারক্তি রাহুলের

তবে, ওয়ান ডে সিরিজের পর টি-20তে সম্পূর্ণ নতুন ভারতীয় দল দেখা যেতে পারে ৷ 2022 টি-20 বিশ্বকাপের পর থেকে ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া ৷ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও রোহিত-বিরাটদের হয়তো দেখা যাবে না ৷ সেখানে হার্দিকের নেতৃত্বে তরুণ ভারতীয় দল খেলবে ৷ তবে, এ নিয়ে বোর্ডের তরফে এখনই কিছু জানানো হয়নি ৷ তবে, রোহিত শর্মা টি-20 সিরিজে খেললে হার্দিক অধিনায়কত্ব করবেন কিনা, সেনিয়েও প্রশ্ন থাকছে ৷

ABOUT THE AUTHOR

...view details