মোহালি, 23 সেপ্টেম্বর:সামনেইবিশ্বকাপ আর তার আগেই বিশ্বসেরা ভারত ৷ গতকাল অজিদের বিরুদ্ধে জয়ের পর আইসিসি ওডিআই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। তাতেই তৈরি হল ইতিহাস ৷ টেস্ট, টি-20 আর ওডিআই অর্থাৎ, ক্রিকেটের সব ফরম্যাটেই সেরা এখন টিম ইন্ডিয়া ৷ শুক্রবার ভারত মোহালিতে অস্ট্রেলিয়াকে সিরিজের প্রথম ওয়ান-ডে ম্যাচে হারানোর পর পঞ্চাশ ওভারের ক্রিকেটের এক নম্বর দলের খেতাব ছিনিয়ে নিল।
গতকাল প্রথম ওয়ান-ডেতে জয়ের পর ভারত 116 পয়েন্ট নিয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সিংহাসন দখল করল ৷ এর আগে পাকিস্তানের পয়েন্ট ছিল 115 ৷ এদিন ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথম ওডিআইতে হারাতেই আইসিসি ওডিআই ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করল টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, এর আগে টেস্ট ও টি-20'তে আগেই এক নম্বরে ছিল ভারত। এদিন ওডিআইতে শীর্ষে পৌঁছে ক্রিকেটের তিন ধরনের ক্রিকেটেই এক নম্বর হয়ে নয়া নজির গড়ল মেন ইন ব্লু ৷
উল্লেখ্য, এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কাকে দুরমুশ করার পরই পাকিস্তানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল ভারত। এশিয়া কাপের ফাইনালের পর 115 পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন বাবর আজমরা। একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল ভারত। 113 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ছিল অজিরা। ভারতের কাছে পরিষ্কার হিসেবে ছিল যে মোহালিতে জিততে পারলেই বিশ্বকাপে আগেই বিশ্বসেরা দল হয়ে যাবে টিম ইন্ডিয়া। শুক্রবার মোহালিতে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করে 5 উইকেটে ম্যাচ জিততেই এক নম্বর স্থান পুনরুদ্ধার করল মেন ইন ব্লু।
শুক্রবার ম্যাচের পর আইসিসি-র তরফে ভারতের এক নম্বর দল হওয়ার কথা ঘোষণা করা হয়। আইসিসি-র ওয়েবসাইট অনুযায়ী, ভারতের পয়েন্ট এখন 116। এক পয়েন্ট পিছনে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। অস্ট্রেলিয়া নেমে গিয়েছে তিন নম্বরে। তাদের সংগ্রহে 111 পয়েন্ট। তবে ভারতকে নিজেদের স্থান ধরে রাখতে গেলে পরের ম্যাচগুলিতেও জিততে হবে। না-হলে আবার ব়্যাঙ্কিংয়ে অদল-বদল দেখা যেতে পারে। ক্রিকেট ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বার তিন ফরম্যাটে এক নম্বর হল ভারত। এর আগে, শুধুমাত্র দক্ষিণ আফ্রিকাই 2012 সালের অগস্ট মাসে এই রেকর্ড অর্জন করেছিল।
আরও পড়ুন:মোহালিতে অজি 'বধ', রোহিত-কোহলিকে ছাড়াই স্বমহিমায় টিম ইন্ডিয়া