পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সূর্যকুমারের অর্ধশতরান, ভুবনেশ্বরের দুরন্ত বোলিংয়ে শ্রীলঙ্কাকে হারাল ভারত - ভুবনেশ্বর কুমার

সামনেই টি-20 বিশ্বকাপ ৷ তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের শক্তি পরীক্ষায় নেমেছে ভারত ৷ যদিও বিরাট কোহলি, রোহিত শর্মারা এখন ইংল্যান্ডে রয়েছেন ৷ তবে শ্রীলঙ্কায় যাওয়া এই টিম থেকে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন একাধিক খেলোয়াড় ৷

India vs sri lanka
India vs sri lanka

By

Published : Jul 26, 2021, 8:38 AM IST

কলম্বো, 26 জুলাই : নেই নিয়মিত ক্যাপ্টেন বিরাট কোহলি ৷ নেই তাঁর ডেপুটি রোহিত শর্মা ৷ না থাকার তালিকায় আরও আছে ৷ কিন্তু, এই না-থাকার তালিকার অভাব শ্রীলঙ্কায় বুঝতে দিচ্ছেন না শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমাররা ৷ একদিনের সিরিজ জেতার পর টি-20 সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত ৷ 22 রানে 4 উইকেট নিয়ে ম্যাচের সেরা ভুবনেশ্বর কুমার ৷

একদিনের সিরিজে ভারতীয় দলে একাধিক ক্রিকেটারের অভিষেক হয় ৷ তারপরও শ্রীলঙ্কাকে হারাতে তেমন বেগ পেতে হয়নি শিখরের নেতৃত্বাধীন এই টিমের ৷ প্রথম টি-20 ম্যাচেও তারই ঝলক দেখা গেল ৷

গতকাল টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠান শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা ৷ টি-20 ক্রিকেটে অভিষেককারী পৃথ্বী শ প্রথম বলেই আউট হয়ে যান ৷ এরপর সঞ্জু স্যামসন এবং অধিনায়ক ধাওয়ান দলকে টানেন ৷ সঞ্জু ব্যক্তিগত 27 রানে আউট হওয়ার পর ধাওয়ানের সঙ্গে জুটি বাঁধেন সূর্যকুমার যাদব ৷ দু'জনেই রানের গতি বাড়ানোর চেষ্টা করেন ৷ ভারতীয় অধিনায়ক মাত্র চার রানের জন্য অর্ধশতরান করতে পারলেন না ৷ তবে অর্ধশতরান করলেন সূর্যকুমার ৷ 34 বলে 5টি চার ও 2টি ছক্কার সাহায্যে 50 রান করে আউট হন তিনি ৷ শেষপর্যন্ত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 164 রান করে ভারত ৷

এই সংক্রান্ত খবর : ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ পন্থ, মত ইয়ান বেলের

165 রান তাড়া করতে নেমে একের পর এক উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা ৷ ভুবনেশ্বর কুমার, দীপক চাহারদের দাপটে 126 রানেই অল আউট হয়ে যান শনাকার ৷ 38 রানে ম্যাচ জেতে ভারত ৷ ভুবনেশ্বর চারটি, চাহার দুটি উইকেট নেন ৷ ক্রনাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল একটি করে উইকেট পান ৷ অভিষেক ম্যাচে একটি উইকেট পেয়েছেন বরুণ চক্রবর্তীও ৷

ABOUT THE AUTHOR

...view details