বার্মিংহাম, 31 জুলাই:বার্বাডোজ মহিলা দলের কাছে হারের পর এবার ভারতের কাছেও কড়া হারের সম্মুখীন হল পাকিস্তান মহিলা দল ৷ রাধা রেনুকাদের বোলিংয়ের সামনে মাত্র 99 রানেই ধসে পড়ে পাকিস্তানের ব্যাটিং ৷ এরপর ফের একবার চমক দেখাল স্মৃতি মান্ধানার চওড়া ব্যাট ৷ তাঁর মারকুটে 63 রানের ইনিংসের দৌলতে কমনওয়েলথের (CWG 2022) দ্বিতীয় ম্যাচে জয়ে ফিরল ভারত (India Beats Pakistan)৷ বৃষ্টির জন্য এদিন প্রথমেই ছোট হয়ে খেলা ৷ 18 ওভারের এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷
কিন্তু পাক অধিনায়ক বিসমা মারুফের এই সিদ্ধান্ত এদিন তেমন সফল প্রমাণিত হয়নি ৷ বরং ভিজে মাঠে প্রথম বল করে যথেষ্ট কামাল দেখালেন স্নেহ রানা, রাধা যাদব, মেঘনা সিংহরা ৷ ওপেনার মুনিবা আলি (32) ছাড়া আজ ব্যাট হাতে তেমন স্বচ্ছন্দ্য ছিলেন না কেউই ৷ ভারতের হয়ে রাধা এবং রানা এদিন পান দু'টি করে উইকেট এবং একটি করে উইকেটি শিকার করেন রেনুকা, শেফালি এবং মেঘনা ৷