জয়পুর, 17 নভেম্বর : টি-20 বিশ্বকাপের ব্য়র্থতাকে পিছনে ফেলে জয় দিয়ে শুরু করল নতুন ভারত ৷ হেডস্য়ার রাহুল শরদ দ্রাবিড় এবং দলনায়ক রোহিত গুরুনাথ শর্মার ফর্মুলা হিট প্রথম ম্য়াচেই ৷ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে তিন ম্য়াচের সিরিজের প্রথম টি-20তে গোলাপি শহরে উজ্জ্বল দ্রাবিড়ের ভারত ৷ কোভিড অধ্য়ায় পেরিয়ে দর্শকে ঠাসা গ্য়ালারি তারিয়ে তারিয়ে উপভোগ করল নতুন ভারতের সেই জয়গান ৷ শেষদিকে বেশ টানটান আকার নিলেও ম্য়াচটা এতোটা কঠিন হবে মনে হয়নি ৷ অন্তত সূর্যকুমার যতক্ষণ ক্রিজে ছিলেন ৷ 40 বলে 62 রানের ঝকঝকে ইনিংস খেলে সূর্য আউট হওয়ার পর ম্য়াচে ফিরেছিল কিউয়িরা ৷ তবে শেষরক্ষা হয়নি ৷ 2 বল বাকি থাকতে টিম সাউদির দলকে 5 উইকেটে সিরিজে 1-0 এগিয়ে গেল রোহিত অ্য়ান্ড কোম্পানি ৷ 165 রান তাড়া করে জিতল 'মেন ইন ব্লু'
17 বলে 17 রানে অপরাজিত থেকে শেষটা করলেন ঋষভ পন্থ ৷ তবে জয়ের ইমারত গড়ে গিয়েছিলেন সূর্যই ৷ নীল জার্সির অভিষেকে আইয়ারের ইনিংস স্থায়ীত্ব হল মাত্র 2 বল ৷ সংকটজনক পরিস্থিতিতে ব্য়াট হাতে নেমে প্রথম বলেই চার হাঁকিয়েছিলেন তিনি ৷ কিন্তু পরের বলেই আউট ইন্দোরের ব্য়াটার ৷ মাথা ঠান্ডা রেখে আন্তর্জাতিক ক্রিকেটে কীভাবে ফিনিশ করতে হয় দ্রাবিড় নিশ্চয় শেখাবেন তাঁকে ৷ সে যাইহোক, প্রথম ম্য়াচে লেটার মার্কস নিয়েই পাশ করল দ্রাবিড়ের ভারত ৷