মেলবোর্ন, 6 নভেম্বর: মাঠে নামার আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল শেষ চার ৷ তাতে কী ? আধিপত্য নিয়ে জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করল টিম ইন্ডিয়া ৷ গ্রুপের শেষ ম্যাচে 'রোহিত অ্যান্ড কোম্পানি' জিতল 71 রানে (India beat Zimbabwe by 71 runs) ৷ 186 রান তাড়া করতে নেমে অশ্বিন-শামি-পান্ডিয়াদের দাপটে জিম্বাবোয়ে গুটিয়ে গেল মাত্র 115-তেই ৷ বড় ব্যবধানে জিতে 8 পয়েন্ট নিয়ে গ্রুপ টপার হিসেবে সেমিফাইনাল খেলবে 'মেন ইন ব্লু' ৷ বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে রোহিতদের প্রতিপক্ষ ইংল্যান্ড (India will face England in Semifinal) ৷
ঠিক তার আগেরদিন প্রথম সেমিতে পাকিস্তান কিউয়ি চ্যালেঞ্জ সামলাবে ৷ এমসিজিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া ভারতকে বড় রান গড়তে সাহায্য করেন ওপেনার কেএল রাহুল এবং সূর্যকুমার যাদব ৷ দুই ব্যাটারে হাফসেঞ্চুরিতে 20 ওভারে পাঁচ উইকেটে 186 রান তোলে ভারত ৷ 3টি চার, 3টি ছয়ে 35 বলে ঝোড়ো 51 রান করেন রাহুল ৷ 'স্কাই' খেলেন 25 বলে 61 রানের বিধ্বংসী ইনিংস (SK Yadav scores 61 runs) ৷