আমেদাবাদ, 9 ফেব্রুয়ারি :বিরাটকে সরিয়েক্যাপ্টেন হিসেবে প্রথম সিরিজ খেলতে নেমেছিলেন রোহিত শর্মা ৷ তাতেই বাজিমাত করলেন মুম্বইকর ৷ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরল ‘মেন ইন ব্লু’ ৷ প্রসিদ্ধ কৃষ্ণা-শার্দুল ঠাকুরদের দাপটে আমেদাবাদে দ্বিতীয় ওয়ান ডে-তে 44 রানে ক্যারিবিয়ানদের উড়িয়ে দিল ভারত (India win series against West Indies) ৷
ব্যাট করতে নেমে ধরে খেলার চেষ্টা করছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার সাই হোপ ও ব্যান্ডন কিং ৷ কিন্তু প্রসিদ্ধের হাতে বল যেতেই উলটপুরাণ ৷ ভারতের দেওয়া 238 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় নিকোলাস পুরানের দল ৷ ভারতীয় বোলারদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ ৷ ব্রুকস (64 বলে 44) ও আকিল হুসেন (52 বলে 34) খানিক প্রতিরোধ করার চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷ শেষ পর্যন্ত 193 রানে অল-আউট নিকোলাস পুরানরা ৷