বাসেটার, 3 অগস্ট: ওয়ার্নার পার্কে সূর্যকুমারের দাপটে জয়ে ফিরল ভারত । তৃতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল 2-1 ব্যবধানে । মঙ্গলবার প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ 164 রান করে । জবাবে এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেয় ভারত (India beat West Indies) ।
Ind vs WI 3rd T20I: সূর্যকুমারে দাপটে জয়ে ফিরল ভারত, সিরিজে এগোল 'মেন ইন ব্লু' - India beat West Indies
তৃতীয় টি-20 ম্যাচে জয়ে ফিরল ভারত । এক ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেয় ভারত (India beat West Indies) ।
India vs West Indies
এদিন ক্যারিবিয়ানদের দেওয়া টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ক্রিজ ছাড়েন রোহিত । আহত হয়ে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় অধিনায়ককে । তারপরেই মারমুখী হয়ে ওঠে সূর্যকুমার-শ্রেয়স জুটি । দলের 105 রানে শ্রেয়স যখন ডাগ-আউটে ফেরেন, ততক্ষণে ভারতের জয়ের মঞ্চ অনেকটাই তৈরি হয়ে গিয়েছে । সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে বাকি কাজটা করেন ঋষভ পন্থ । শেষ পর্যন্ত 7 উইকেটে জয় হাসিল করে 'মেন ইন ব্লু' ।
আরও পড়ুন : টেবিল টেনিসের হাত ধরে ষষ্ঠদিন দ্বিতীয় সোনা ভারতের ঝুলিতে