পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SL 1st ODI: 'বিরাট ম্যাচে' শানাকার শতরান ব্যর্থ করে সিরিজে এগিয়ে গেল ভারত

মঙ্গলবার গুয়াহাটির বরসাপড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতল 67 রানে (India beat Sri Lanka by 67 runs in Guwahati ODI) ৷ বিরাট কোহলির পালটা শতরান হাঁকালেন দ্বীপরাষ্ট্রের অধিনায়ক দাসুন শানাকা ৷ কিন্তু ভারতের দেওয়া বিশাল লক্ষ্যমাত্রা কোনওভাবেই নাগালে আসেনি সফরকারী দলের ৷

Etv Bharat
শানাকার শতরান ব্যর্থ করে সিরিজে এগোল ভারত

By

Published : Jan 10, 2023, 9:43 PM IST

Updated : Jan 10, 2023, 10:09 PM IST

গুয়াহাটি, 10 জানুয়ারি: বিরাট কোহলির 73তম শতরানে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে এগিয়ে গেল ভারত ৷ মঙ্গলবার গুয়াহাটির বরসাপড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতল 67 রানে (India beat Sri Lanka by 67 runs in Guwahati ODI) ৷ বিরাট কোহলির পালটা শতরান হাঁকালেন দ্বীপরাষ্ট্রের অধিনায়ক দাসুন শানাকা ৷ কিন্তু ভারতের দেওয়া বিশাল লক্ষ্যমাত্রা কোনওভাবেই নাগালে আসেনি সফরকারী দলের ৷ 88 বলে 108 রানের অপরাজিত ইনিংস খেলে 'ট্র্যাজিক হিরো' হয়ে রইলেন শ্রীলঙ্কা অধিনায়ক ৷

যথেচ্ছ রান খরচ করলেও তিন উইকেট নিয়ে এদিন ভারতের জয়ের আরেক নায়ক উমরান মালিক ৷ উপরি পাওনা হিসেবে ভারতীয়দের মধ্যে দ্রুততম ডেলিভারির নজির গড়লেন জম্মু পেসার ৷ এক্ষেত্রে নিজের রেকর্ডই ভাঙলেন উমরান ৷ শ্রীলঙ্কা ইনিংসের 14তম ওভারে 156 কিমি/ঘণ্টা গতিবেগে বল করলেন তরুণ তুর্কি (Umran Malik bowled the fastest delivery as an Indian in international cricket) ৷ 8 ওভারে 57 রান খরচ করে তিন উইকেট নিলেন সানরাইজার্স হায়দরাবাদ পেসার ৷ 2টি উইকেট মহম্মদ সিরাজের ঝুলিতে ৷ একটি করে উইকেট নিলেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চাহাল ৷

শেষ পর্যন্ত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 306 রানে থেমে যায় সফরকারী দলের ইনিংস ৷ এর আগে প্রথমে ব্যাট করে 50 ওভারে 373 রান তোলে ভারত ৷ সৌজন্যে বিরাট কোহলির 45তম ওডিআই শতরান (Virat Kohli hits 45th ODI ton in Guwahati) ৷ বাংলাদেশ সফরে যেখানে থেমেছিলেন, সেখান থেকে শুরু করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে হোম সিরিজির প্রথম ম্যাচে শতরান হাঁকালেন প্রাক্তন অধিনায়ক ৷ আর চারবছর পর ঘরের মাঠে শতরান হাঁকিয়ে দেশের মাটিতে সচিনের 20টি শতরানের নজির ছুঁয়ে ফেললেন 'রানমেশিন' ৷

আরও পড়ুন:মাঠে ফিরেই শতরান হাঁকিয়ে সচিনকে ছুঁলেন কোহলি

এদিন বিরাটের শতরান আসে মাত্র 80 বলে (Kohli completes his century from 80 balls) ৷ শেষ পর্যন্ত 87 বলে 113 রান করে আউট হন তিনি ৷ 12টি চার এবং একটি ছয়ে সাজানো ছিল বিরাটের ইনিংস ৷ এছাড়া উল্লেখযোগ্য 83 রান আসে অধিমায়ক রোহিত শর্মার ব্যাটে ৷ আরেক ওপেনার শুভমন গিল করেন 70 রান ৷ ওপেনিং জুটিতে 143 রানই দলের জয়ের ভিত গড়ে দিয়েছিল ভারতের ৷

Last Updated : Jan 10, 2023, 10:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details