গুয়াহাটি, 10 জানুয়ারি: বিরাট কোহলির 73তম শতরানে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে এগিয়ে গেল ভারত ৷ মঙ্গলবার গুয়াহাটির বরসাপড়া ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারত জিতল 67 রানে (India beat Sri Lanka by 67 runs in Guwahati ODI) ৷ বিরাট কোহলির পালটা শতরান হাঁকালেন দ্বীপরাষ্ট্রের অধিনায়ক দাসুন শানাকা ৷ কিন্তু ভারতের দেওয়া বিশাল লক্ষ্যমাত্রা কোনওভাবেই নাগালে আসেনি সফরকারী দলের ৷ 88 বলে 108 রানের অপরাজিত ইনিংস খেলে 'ট্র্যাজিক হিরো' হয়ে রইলেন শ্রীলঙ্কা অধিনায়ক ৷
যথেচ্ছ রান খরচ করলেও তিন উইকেট নিয়ে এদিন ভারতের জয়ের আরেক নায়ক উমরান মালিক ৷ উপরি পাওনা হিসেবে ভারতীয়দের মধ্যে দ্রুততম ডেলিভারির নজির গড়লেন জম্মু পেসার ৷ এক্ষেত্রে নিজের রেকর্ডই ভাঙলেন উমরান ৷ শ্রীলঙ্কা ইনিংসের 14তম ওভারে 156 কিমি/ঘণ্টা গতিবেগে বল করলেন তরুণ তুর্কি (Umran Malik bowled the fastest delivery as an Indian in international cricket) ৷ 8 ওভারে 57 রান খরচ করে তিন উইকেট নিলেন সানরাইজার্স হায়দরাবাদ পেসার ৷ 2টি উইকেট মহম্মদ সিরাজের ঝুলিতে ৷ একটি করে উইকেট নিলেন মহম্মদ শামি, হার্দিক পান্ডিয়া এবং যুজবেন্দ্র চাহাল ৷