পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

কেপটাউনে জিতে ম্যান্ডেলার দেশে এক যুগ পর টেস্ট সিরিজ ড্র ভারতের - Cape Town test

South Africa vs India: 79 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে 3 উইকেট হারিয়ে কার্যসিদ্ধি করে ফেলল টিম ইন্ডিয়া ৷ সবমিলিয়ে কেপটাউনে জিতে 13 বছর বাদে ম্যান্ডেলার দেশ থেকে সিরিজ ড্র করে ফিরছে ভারত ৷

Etv Bharat
টেস্ট সিরিজ ড্র রোহিতদের

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 5:06 PM IST

Updated : Jan 4, 2024, 6:14 PM IST

কেপটাউন, 4 জানুয়ারি:প্রথম ইনিংসে প্রোটিয়াদের 55 রানে গুটিয়ে দেওয়ার নায়ক যদি মহম্মদ সিরাজ হন, তাহলে তৃতীয় ইনিংসে বল হাতে ঝলসে উঠলেন জসপ্রীত বুমরা ৷ এইডেন মার্করামের শতরান সত্ত্বেও বুমরার 6 উইকেটের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা তুলল 178 রান ৷ 79 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে তিন উইকেট হারিয়ে কার্যসিদ্ধি করে ফেলে টিম ইন্ডিয়া ৷ কেপটাউন টেস্ট জিতে 13 বছর বাদে ম্যান্ডেলার দেশ থেকে সিরিজ ড্র করে ফিরছে ভারত ৷

জয়ের নজির নেই ৷ তবে এর আগে তিনটি ক্ষেত্রে (2007-08, 2009-10, 2010-11) রেনবো নেশনে টেস্ট সিরিজ ড্র রেখে আসতে সক্ষম হয়েছিল টিম ইন্ডিয়া ৷ একটি ক্ষেত্রে অধিনায়ক ছিলেন অনিল কুম্বলে আর বাকি দু'টি ক্ষেত্রে দলনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি ৷ সেদিক থেকে দেখতে গেলে কেপটাউনে জিতে কুম্বলে-ধোনির কৃতিত্বে ভাগ বসালেন রোহিত ৷ এদিকে কেপটাউনে মাত্র দেড় দিনে শেষ হওয়া এই টেস্ট ম্যাচে নাম তুলে নিল ইতিহাসের পাতায় ৷ সবচেয়ে সংক্ষিপ্ত টেস্ট ম্যাচের তকমা পেল মাত্র 642 বল খেলা এই টেস্ট ৷

তিন উইকেটে 62 রান নিয়ে দ্বিতীয়দিন দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা ৷ ভারতীয় পেসারদের দাপটের সামনে ঢাল হয়ে দাঁড়ান একমাত্র মার্করাম ৷ শতরান পূর্ণ করে দ্বিতীয় ইনিংসে দলের রান দেড়শো পার করতে সাহায্য করেন প্রোটিয়া ওপেনার ৷ তাঁর 103 বলে 106 রানের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে 176 রান তোলে দক্ষিণ আফ্রিকা ৷ সবমিলিয়ে জয়ের জন্য ভারতের প্রয়োজন ছিল মাত্র 79 রান ৷ যা প্রোটিয়াদের জয়ের জন্য একেবারেই যথেষ্ট ছিল না ৷

61 রানে 6 উইকেট নেন বুমরা ৷ 2টি উইকেট যায় মুকেশ কুমারের ঝুলিতে ৷ রান তাড়া করতে নেমে বিপক্ষ বোলারদের আক্রমণের রাস্তায় হাঁটেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও রোহিত শর্মা ৷ যদিও তিনটি উইকেট হারাতে হয় ভারতকে ৷ শেষ পর্যন্ত 12 ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যমাত্রা হাসিল করে নেয় তারা ৷ 28 রানে আউট হন জয়সওয়াল ৷ 16 রানে অপরাজিত থাকেন অধিনায়ক রোহিত ৷

আরও পড়ুন:

  1. কেরিয়ারের সেরা টেস্ট বোলিং, সিরাজি স্পেলে আঁধারে প্রোটিয়া শিবির
  2. 92 বছরের রেকর্ড ভেঙে ক্ষুদ্রতম টেস্টের তকমা পেল কেপটাউনের ইন্দো-প্রোটিয়া লড়াই
  3. রেনবো নেশনে সিরাজদের ইতিহাস! ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর দক্ষিণ আফ্রিকার
Last Updated : Jan 4, 2024, 6:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details