তিরুঅনন্তপুরম, 28 সেপ্টেম্বর: ফের ব্যর্থ রোহিক শর্মা, বিরাট কোহলি ৷ যদিও দুই মহারথীর ব্যাট কথা না-বললেও আপাত নিরীহ ম্যাচ পকেটে পুরতে বিশেষ বেগ পেতে হল না ভারতকে ৷ কেএল রাহুল, সূর্যকুমার যাদবের দাপটে 8 উইকেটে প্রোটিয়া 'বধ' করল 'মেন ইন ব্লু' (India beat South Africa) ৷ আর্শদীপ, চাহার, হর্ষলদের দাপটে প্রথমে ব্যাট করে 20 ওভারে মাত্র 106 রান তুলতে সমর্থ হয় দক্ষিণ আফ্রিকা ৷ জবাবে 20 বল বাকি থাকতে লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় 'মেন ইন ব্লু' ৷
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতলেও বিশ্বকাপের আগে শেষ টি-20 সিরিজ শুরুর আগে ভারতের চিন্তার কারণ ছিল বোলিং ৷ এদিন আবার পিঠের চোটের কারণে পেস বিভাগের প্রধান ভরসা জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) বাইরে রেখেই দল সাজাতে হয় ৷ কিন্তু হতাশ করলেন না আর্শদীপরা ৷ শিখ পেসার বোঝালেন সুযোগ পেলে তারকা হিসেবে তিনি মেলে ধরতে প্রস্তুত নিজেকে ৷ ভারতীয় পেসারদের দাপটে এদিন মাত্র 9 রানে পাঁচ উইকেট হারায় প্রোটিয়ারা ৷ মার্করাম, পার্নেল এবং কেশব মহারাজের তিন অঙ্কের রানে ভর করে শেষপর্যন্ত তিন অঙ্কের রানে পৌঁছয় সফরকারী দল ৷ মহারাজের ব্যাট থেকে আসে সর্বাধিক 41 রান ৷