রাঁচি, 9 অক্টোবর: হ্যান্ডশেকিং দূরত্বে দাঁড়িয়ে ঈশান কিষাণ শতরানটা মাঠে ফেলে এলেও ভুলচুক করলেন না সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ার ৷ লক্ষ্যে অবিচল থেকে কেরিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শতরানটি পূর্ণ করলেন শ্রেয়স, সেইসঙ্গে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছাড়লেন নাইট অধিনায়ক ৷ 25 বল বাকি থাকতে 279 রান তাড়া করে প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে সমতা ফেরাল 'মেন ইন ব্লু' ৷ ধোনির শহরে ভারত জিতল 7 উইকেটে (India beat SA by 7 wickets in second ODI) ৷ 111 বলে 113 রানে অপরাজিত থাকলেন শ্রেয়স (Shreyas Iyer hits 2nd ODI hundred) ৷
সিরিজে সমতা ফেরানোর লক্ষ্যে 279 রানের টার্গেট বেশ চ্যালেঞ্জিং ছিল অনভিজ্ঞ ভারতীয় ব্যাটিং লাইন-আপের কাছে ৷ তার উপর অধিনায়ক শিখর ধাওয়ান-সহ দুই ওপেনার রান না-পাওয়ায় কাজটা কঠিন হয় মিডল-অর্ডারের কাছে ৷ তবে তৃতীয় উইকেটে ঈশান কিষাণ-শ্রেয়স আইয়ার 161 রানের জুটিতে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা আসান হয়ে যায় ভারতের কাছে ৷ গতিতে রান তুলতে শুরু করেন দুই মিডল-অর্ডার ব্যাটার ৷ আর তাতেই খেই হারিয়ে ফেলেন পার্নেল, রাবাদা, নর্তজেরা ৷