পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs SCO : জন্মদিনে কোহলিকে 'বিরাট' জয় উপহার সতীর্থদের - Ravindra Jadeja

আফগানিস্তানকে গত ম্য়াচে 66 রানে হারিয়ে নেট রান-রেট ইতিবাচক করে নেওয়া টিম ইন্ডিয়া শুক্রবার দুবাইয়ে আরও বড় জয় তুলে নিল স্কটল্যান্ডের বিপক্ষে ৷ স্কটল্যান্ডের দেওয়া 86 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 8 উইকেটে জয় পেল 'মেন ইন ব্লু' ৷

IND vs SCO
জন্মদিনে কোহলিকে 'বিরাট' জয় উপহার সতীর্থদের

By

Published : Nov 5, 2021, 9:49 PM IST

Updated : Nov 5, 2021, 10:29 PM IST

দুবাই, 5 নভেম্বর : শক্তিশালী দুই প্রতিপক্ষের কাছে প্রথম দু'ম্যাচ হারের পর কোণঠাসা বিরাটদের সেমিফাইনালে প্রবেশের পথে বিস্তর সমীকরণ ৷ তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষদের উপর প্রবল দাপট দেখিয়ে অন্তত নিজেদের তরফ থেকে চেষ্টার কোনও ত্রুটি রাখতে রাজি নয় কোহলিরা ৷ আফগানিস্তানকে গত ম্য়াচে 66 রানে হারিয়ে নেট রান-রেট ইতিবাচক করে নেওয়া টিম ইন্ডিয়া শুক্রবার দুবাইয়ে আরও বড় জয় তুলে নিল স্কটল্যান্ডের বিপক্ষে ৷ স্কটল্যান্ডের দেওয়া 86 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 8 উইকেটে জয় পেল 'মেন ইন ব্লু' ৷ তাও আবার 81 বল বাকি থাকতে ৷ বলা ভাল জন্মদিনে কোহলিকে 'বিরাট' জয় উপহার দিলেন সতীর্থরা ৷ সেই সঙ্গে ভারতীয় শিবিরে জিইয়ে রইল শেষ চারে যাওয়ার আশাও ৷

দিওয়ালির রেশ গায়ে মেখে এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাহুল-রোহিতের ব্যাটে ফুলঝুরি ছুটল ৷ কারণটা খুব সঙ্গত ৷ শেষ ম্যাচে আফগানিস্তান যদি উইলিয়ামসনদের হারিয়ে দেয় আর ভারত নামিবিয়াকে পরাজিত করে তাহলে নির্ণায়ক হয়ে দাঁড়াবে নেট রান-রেট ৷ কারণ পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমির দৌড়ে সেক্ষেত্রে ভারত, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 6 ৷

আরও পড়ুন : নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে নিউজিল্যান্ড

এদিন টস জিতে স্কটিশদের ব্যাটে পাঠিয়ে জাদেজা-শামিদের দাপটে মাত্র 85 রানে গুটিয়ে দেয় ভারত ৷ দ্বিতীয়স্থানে থাকা কিউয়িদের রান-রেটের নিরিখে টপকাতে হলে 8.4 ওভারে 86 রান তুলতে হত ভারতকে ৷ আর আফগানদের টপকাতে হলে রান তুলতে হত 7.1 ওভারে ৷ চ্যালেঞ্জটা ভালভাবেই নেয় রো-রা জুটি ৷ ঝড় তুলে 17 বলে অর্ধশতরান করেন রাহুল ৷ রোহিত 16 বলে 30 রান করে ডাগ-আউটে ফেরেন ৷ ষষ্ঠ ওভারের শেষ বলে 50 রান করে রাহুল যখন আউট হন, তখন ভারতের দরকার ছিল 4 রান ৷

শেষ পর্যন্ত 6.3 ওভারে রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ভারত ৷ 81 বল বাকি থাকতে এই জয় টি-20 তে ভারতের দ্রুততম জয় ৷এই জয়ের ফলে গ্রুপ টু-তে তিন নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া ৷ চার ম্যাচে বিরাটের পয়েন্ট 4 ৷ আর প্রথম চার ম্যাচ জিতে আগেই এই গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান ৷ চার ম্যাচে তিনটি জিতে দু নম্বরে রয়েছে নিউজিল্যান্ড ৷ ভারতের শেষ ম্যাচ সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ৷

Last Updated : Nov 5, 2021, 10:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details