দুবাই, 5 নভেম্বর : শক্তিশালী দুই প্রতিপক্ষের কাছে প্রথম দু'ম্যাচ হারের পর কোণঠাসা বিরাটদের সেমিফাইনালে প্রবেশের পথে বিস্তর সমীকরণ ৷ তবে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষদের উপর প্রবল দাপট দেখিয়ে অন্তত নিজেদের তরফ থেকে চেষ্টার কোনও ত্রুটি রাখতে রাজি নয় কোহলিরা ৷ আফগানিস্তানকে গত ম্য়াচে 66 রানে হারিয়ে নেট রান-রেট ইতিবাচক করে নেওয়া টিম ইন্ডিয়া শুক্রবার দুবাইয়ে আরও বড় জয় তুলে নিল স্কটল্যান্ডের বিপক্ষে ৷ স্কটল্যান্ডের দেওয়া 86 রানের লক্ষ্যমাত্রা তাড়া করে 8 উইকেটে জয় পেল 'মেন ইন ব্লু' ৷ তাও আবার 81 বল বাকি থাকতে ৷ বলা ভাল জন্মদিনে কোহলিকে 'বিরাট' জয় উপহার দিলেন সতীর্থরা ৷ সেই সঙ্গে ভারতীয় শিবিরে জিইয়ে রইল শেষ চারে যাওয়ার আশাও ৷
দিওয়ালির রেশ গায়ে মেখে এদিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাহুল-রোহিতের ব্যাটে ফুলঝুরি ছুটল ৷ কারণটা খুব সঙ্গত ৷ শেষ ম্যাচে আফগানিস্তান যদি উইলিয়ামসনদের হারিয়ে দেয় আর ভারত নামিবিয়াকে পরাজিত করে তাহলে নির্ণায়ক হয়ে দাঁড়াবে নেট রান-রেট ৷ কারণ পাকিস্তানের পর দ্বিতীয় দল হিসেবে সেমির দৌড়ে সেক্ষেত্রে ভারত, আফগানিস্তান এবং নিউজিল্যান্ডের পয়েন্ট হবে 6 ৷