কেপটাউন, 12 ফেব্রুয়ারি: পাকিস্তানকে হারিয়ে কুড়ি-বিশের বিশ্বকাপ অভিযান শুরু করল ভারতের মেয়েরা ৷ 6 বল বাকি থাকতে মাত্র তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় দেড়শো রানের লক্ষ্যমাত্রা হাসিল করল 'উইমেন ইন ব্লু' ৷ জেমিমা রডরিগেজের সঙ্গে জুটি বেঁধে দলকে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে দিলেন বাংলার রিচা ঘোষ ৷ ভারত জিতল 7 উইকেটে (India beat Pakistan by 7 wickets in ICC Women's WC opener) ৷ অপরাজিত 53 রান করে ম্যাচের সেরা জেমিমা (Jemimah Rodrigues scored match winning 53 runs) ৷
নিউল্যান্ডস, কেপটাউনে এদিন টসভাগ্য যদিও সঙ্গ দেয়নি ভারতীয় দলকে ৷ টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান ৷ দিনকয়েক আগে দক্ষিণ আফ্রিকার মাটিতেই বিশ্বজয়ের স্বাদ পেয়েছে অনূর্ধ্ব-19 ভারতের মেয়েরা ৷ সেই জয়কেই অনুপ্রেরণা করে বিশ্বযুদ্ধে অবতীর্ণ হলেন সিনিয়ররা ৷ অনূর্ধ্ব-19 বিশ্বজয়ী দলের দুই সদস্য শেফালি বর্মা এবং বাংলার রিচা ঘোষকে রেখেই এদিন প্রথম ম্যাচের একাদশ তৈরি করে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ প্রথমে ব্যাট করতে নেমে একসময় 68 রানে চার উইকেট খুইয়ে বসে পাকিস্তান ৷