আমেদাবাদ, 14 অক্টোবর: রোহিত গুরুনাথ শর্মা! অন্যরা নন, হিটম্যানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই ৷ গত বিশ্বকাপে 5টি সেঞ্চুরি এসেছিল হিটম্যানের ব্যাটে ৷ এবার প্রথম ম্যাচে শূন্য রানে ক্রিজ ছেড়েছিলেন ৷ পরের ম্যাচ থেকেই নিজের পয়া ব্যাটটা যেন খুঁজে পেয়েছেন শর্মাজি ৷ অধিনায়কের 63 বলে 86 রানের ইনিংসের সুবাদেই বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে জয় পেল ভারত ৷ একপেশে ম্যাচে 7 উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷
192 রানের আপাত সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুতেই ফিরেছিলেন শুভমন গিল ৷ ‘বিরাট’ ইনিংস গড়তে পারেননি কোহলিও ৷ যদিও রোহিতের ইনিংসে খুব সহজেই সেই লক্ষ্যে পৌঁছে গেল দলের ইনিংস ৷ চার নম্বরে নেমে যোগ্য সঙ্গত করলেন শ্রেয়স আইয়ার ৷ দুই ব্যাটারের দৌলতে 120 বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নিল ভারত ৷ রোহিত ফিরলেও 53 রানে অপরাজিত থাকলেন আইয়ার ৷
ক্রিকেটের সবচেয়ে কুলীন টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এখনও পর্যন্ত অপরাজেয় নীল জার্সিধারীরা ৷ এর আগে সাতবারই ‘মেন ইন গ্রিন’ বিধ্বস্ত হয়েছিল রোহিতদের কাছে ৷ এদিন সেই সংখ্যাটাই আরেকটা বাড়িয়ে নিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ চলতি বিশ্বকাপে এর আগে দু’টি ম্যাচই জিতে নিয়েছিল ভারত ৷ প্রথম ম্যাচে জ্বলে উঠেছিল ভারতের বোলিং লাইন-আপ ৷ দ্বিতীয় ম্যাচে খেল দেখিয়েছে রোহিত-কোহলির চওড়া ব্যাট ৷ সেঞ্চুরি পেয়েছেন রোহিত শর্মা ৷ তিন অঙ্কের রানের খুব কাছে এসেও মাঠ ছাড়তে হয়েছিল বিরাট কোহলিকে ৷ এদিন সমানতালে খেল দেখাল দলের সমস্ত ডিপার্টমেন্ট ৷
প্রথম ইনিংসে দুরন্ত বল করে বুমরা-সিরাজরা ৷ পেসার-স্পিনারদের যুগলবন্দিতে দু’শো পার করার আগেই গুটিয়ে গিয়েছিল ‘বাবর অ্যান্ড কোং’ ৷ সহজ ম্যাচ পকেটে পুরে বিশ্বকাপের টিম টেবিলের শীর্ষে পৌঁছে গেল ভারত ৷
আরও পড়ুন: বুমরা-সিরাজদের সামনে 'থরহরি কম্প', বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে তৃতীয় সর্বনিম্ন স্কোর পাকিস্তানের