সিডনি, 27 অক্টোবর:প্রত্যাশামতোই টি-20 বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে সহজ জয় পেল ভারত ৷ পাকিস্তান ম্যাচে জয়ের আত্মবিশ্বাসকে সঙ্গী করে সিডনিতে ডাচদের 56 রানে গুঁড়িয়ে দিল রোহিত অ্যান্ড কোম্পানি (India beat Netherlands in the second match of T20 WC) ৷ ব্যাটে-বলে দুরন্ত টিম ইন্ডিয়া রবিবার প্রোটিয়াদের বিরুদ্ধে নামবে গ্রুপ-বি'তে শীর্ষে থেকেই ৷ রোহিত শর্মা-বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব ৷ ত্রয়ীর অর্ধশতরানে 20 ওভারে অরেঞ্জ ব্রিগেডকে 180 রানের লক্ষ্যমাত্রা দেয় 'মেন ইন ব্লু' (India set target of 180 runs against Netherlands) ৷ জবাবে 20 ওভারে 9 উইকেটে 123 রানে থামে ডাচ'রা ৷
টস জিতে এদিন প্রথমে ব্যাটিং'য়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক ৷ কেএল রাহুল (9) শুরুতে ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে 'পাক বধে'র নায়ক বিরাট কোহলির সঙ্গে রোহিত শর্মার 73 রানের জুটি ভারতকে বড় রান গড়তে সাহায্য করে ৷ 4টি চার, 3টি ছক্কার সাহায্যে 39 বলে 53 রানে আউট হন 'হিটম্যান' (Rohit Sharma scored 53 runs from 39 runs) ৷ 12 ওভারে দলের রান তখন 84 ৷ বাকি সময়টা সূর্যকুমার যাদবকে নিয়ে ভারতকে 179 রানে পৌঁছে দেন 'কিং কোহলি' ৷