পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

U-19 Women's T20 WC: আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন, অনূর্ধ্ব-19 কুড়ি-বিশের ক্রিকেটে সেরা ভারতের মেয়েরা - India Beat England by 7 Wickets in Final

আফ্রিকার মাটিতে সূর্যোদয় ভারতীয় মহিলা ক্রিকেটের ৷ সিনিয়র দল বারে বারে ব্যর্থ হলেও বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা পেল অনূর্ধ্ব-19 ভারতের মেয়েরা ৷ দেশের মহিলা ক্রিকেটের ভবিষ্যৎ সুরক্ষিত, বিশ্বসেরা হয়ে বোঝাল শেফালি বর্মা অ্যান্ড কোং (India Beat England by 7 Wickets in Final) ৷

U19 Womens T20 WC
কুড়ি বিশের ক্রিকেটে সেরা ভারতের মেয়েরা

By

Published : Jan 29, 2023, 8:49 PM IST

Updated : Jan 29, 2023, 9:26 PM IST

পোচেস্ট্রুম, 29 জানুয়ারি:ইতিহাস গড়ল শেফালি বর্মা নেতৃত্বাধীন ভারতের অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দল (Women U-19 T20 World Cup) 2023৷ আত্মপ্রকাশেই সেরার শিরোপা ছিনিয়ে নিল দেশের মেয়েরা ৷ পোচেস্ট্রুমে রবিবাসরীয় মেগা ফাইনালে ইংল্যান্ডকে আট উইকেটে হারাল উইমেন ইন ব্লু ৷ মাত্র ছ'রানে 2 উইকেট নিয়ে ফাইনালের সেরা বাংলার তিতাস সাধু ৷

পুরুষ দলের পাশাপাশি সিনিয়র দল বারবার লাস্ট ল্যাপে গিয়ে হেরে যাচ্ছে। সেই আক্ষেপ কিছুটা হলে পুষিয়ে দিতে পারল শেফালি বর্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষরা। পোচেস্ট্রুমে ফাইনালে এদিন চুঁচুড়ার মেয়ে তিতাস সাধুর বিধ্বংসী বোলিংই মাটি ধরাল ইংল্যান্ডকে ৷ মাত্র ছ'রানে 2 উইকেট নেন তিতাস, পাশাপাশি অর্চনা দেবীর 17 রানে 2, পার্শবী চোপড়া 13 রানে 2 উইকেটের সৌজন্যে মাত্র 68 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড ৷ আর তখনই ভারতের বিশ্বজয়ী হওয়ার সম্ভাবনা উজ্বল হয়ে ওঠে।

পুরো টুর্নামেন্টে শুধু অস্ট্রেলিয়া ম্যাচ বাদে দুরন্ত পারফর্ম করেছে ভারতের মেয়েরা। তবে ফাইনালের চাপ যে অন্যরকম, তা ভালো করে জানত দলের অধিনায়ক শেফালি বর্মা ও উইকেটরক্ষক রিচা ঘোষ। কারণ ভারতীয় সিনিয়র দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে শুধু এই দু'জনের। তাই তাঁদের উপর অনেকটা আশা ছিল দলের। তাঁরাও সেই প্রত্যাশামতো খেললেন ৷ মহিলাদের অতীত রেকর্ডও আহামরি নয়। তাই ইংল্যান্ডকে কম রানে রুখে দিলেও আশঙ্কা ছিলই। কিন্তু আশঙ্কাকে 'বাপি বাড়ি যা' বলে ক্রিকেটের জগৎসভায় শ্রেষ্ঠ আসনে ভারতের কিশোরীরা ৷

রবিবাসরীয় ফাইনাল ভারতীয় মহিলা ক্রিকেটের কাছে ছিল ভাগ্যের চাকা ঘোরানোর লড়াই। ফলে শেফালির দলের দিকে তাকিয়ে ছিল দেশ। ফাইনালের আগে পুরো দলকে উদ্বুদ্ধ করেছিলেন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। তার সামনেই কাপ নিয়ে দেশে ফেরার শপথ নিয়েছিলেন রিচা, শেফালিরা। যা শেষমেশ সার্থক হল ৷

আরও পড়ুন:মেয়েদের প্রিমিয়র লিগও বহরে বাড়বে, আশাবাদী সৌরভ

সহজ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারত শুরুতেই শেফালির উইকেট হারায়। ফিরে যান শ্বেতা শেরাওয়াত। 22 রানে 2 উইকেট হারানোয় আশঙ্কার মেঘ জমে ছিল। কিন্তু সৌম্যা তিওয়ারি এবং জি তৃষা দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। 14 ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তিন উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 69 রান উঠতেই বিশ্বজয়ের আনন্দে মেতে ওঠে শেফালি অ্যান্ড কোম্পানি।

Last Updated : Jan 29, 2023, 9:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details