পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs ENG 2nd T20I: এজবাস্টনে 'ভিনটেজ ভুবি' শো, একপেশে জয়ে সিরিজ 'মেন ইন ব্লু'-র - IND vs ENG 2nd T20I

বাইশ গজে দাপালেন ভুবনেশ্বর কুমার । যোগ্য সঙ্গত করলেন যুজবেন্দ্র চহাল, যশপ্রীত বুমরা । দ্বিতীয় টি-20তে সহজ জয়ে সিরিজ পকেটে পুরল ভারত (India beat England in 2nd T20I)। এজবাস্টন টেস্টে অপ্রত্যাশিত হারের জ্বালা জুড়িয়ে তাদের ঘরের মাঠে 'ইংরেজ বধ' করল টিম ইন্ডিয়া ।

IND vs ENG
IND vs ENG

By

Published : Jul 9, 2022, 10:41 PM IST

Updated : Jul 10, 2022, 10:41 AM IST

বার্মিংহ্যাম, 9 জুলাই: এজবাস্টনে 'ভিনটেজ ভুবি' শো । বহুদিন পর বাইশ গজে চেনা ছন্দে দেখা গেল সুইংয়ের জাদুকরকে । ভুবনেশ্বর কুমারের দাপুটে পারফর্ম্যান্সেই তাসের ঘরের মতো ভেঙে গেল ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ । ভারতের দেওয়া 171 রানের টার্গেট তাড়া করতে নেমে 121 রানেই গুটিয়ে গেলেন জেসন রয়, জস বাটলাররা (India beat England in 2nd T20I) । সেই সঙ্গে তিন ম্যাচের টি-20 সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই পকেটে পুরে নিল টিম ইন্ডিয়া ৷

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন 'মেন ইন ব্লু' 8 উইকেট হারিয়ে 170 রান তোলে। সৌজন্যে রোহিত শর্মার 20 বলে 31, ঋষভ পন্থের 15 বলে 26, রবীন্দ্র জাদেজার 29 বলে 46 । প্রথম অধিনায়ক হিসেবে টানা 14টি ম্যাচ জিতে নয়া নজির গড়লেন রোহিত । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম থেকেই সমস্যায় পড়ে । প্রথম বলেই ডাগ-আউটে ফেরেন জেসন রয় । অধিনায়ক জস বাটলার করেন 4 রান । প্রাথমিক ঝটকার রেশ ইংল্যান্ডের ইনিংস জুড়ে রয়ে যায় । নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড ব্যাটারদের ফিরিয়ে সহজেই ম্যাচের রাশ হাতে নেয় ভারতীয় বোলাররা ।

আরও পড়ুন : ব্যাটে-বলে পান্ডিয়া-রাজ, প্রথম টি 20-তে বড় জয় ভারতের

শেষ পর্যন্ত মইন আলি (21 বলে 35) এবং ডেভিড উইলি (22 বলে 33) চেষ্টা করলেও তা কাজে আসেনি । যদিও জয়ের দিনেও সেই কাঁটা হয়ে রইল বিরাটের অফ ফর্ম । মাত্র 1 রানে ক্রিজ ছাড়লেন কিং কোহলি । ফলে কুড়ি-বিশের ক্রিকেটে বিরাট-স্থান যে ক্রমশ প্রশ্নের মুখে পড়ছে, তা নিয়ে চিন্তা রয়েই গেল ।

Last Updated : Jul 10, 2022, 10:41 AM IST

ABOUT THE AUTHOR

...view details