লখনউ, 29 অক্টোবর: দুরন্ত মহম্মদ শামি ৷ জ্বলে উঠলেন জসপ্রীত বুমরা, কুলদীপ যাদবরা ৷ ত্রয়ীর জাদুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হেলায় উড়িয়ে দিল ‘মেন ইন ব্লু’ ৷ লো স্কোরিং ম্যাচে জস বাটলার, জনি বেয়ারস্টোদের দেড়শোর আগেই গুটিয়ে দিল টিম ইন্ডিয়ার বোলিং লাইন-আপ ৷ 100 রানে ইংল্যান্ড ‘বধ’ করে ফের গ্রুপ শীর্ষে উঠে এল ভারত ৷
অল্প রানের পুঁজি ডিফেন্ড করতে নেমে শুরুতেই ধাক্কা দিয়েছিলেন বুমরা ৷ পরপর ফিরিয়েছিলেন ডেভিড মালান, জো রুটকে ৷ সেখান থেকেই খেলাটা ধরলেন মহম্মদ শামি ৷ তুলে নিলেন জনি বেয়ারস্টো, বেন স্টোকসকে ৷ জস বাটলারকে ফেরান কুলদীপ যাদব ৷ পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গেলেও থিতু হতে শুরু করেছিল মইন আলি-লিয়াম লিভিংস্টোন জুটি ৷ দ্বিতীয় স্পেলে ফিরে সেই জুটি ভাঙেন শামি ৷ শেষ পর্যন্ত 129 রানে শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস ৷
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হয়ে এদিন সর্বোচ্চ রান লিভিংস্টোনের (46 বলে 27) ৷ খাতাই খুলতে পারেননি জো রুট, বেন স্টোকস, মার্ক উড ৷ বাকি ব্যাটারদের কেউই 20 রানের গন্ডি টপকাতে পারেননি ৷ শামি তুলে নেন 4টি উইকেট, বুমরার ঝুলিতে এসেছে 3টি ৷ 2টি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, 1টি উইকেট এসেছে রবীন্দ্র জাদেজার ঝুলিতে ৷ এদিন তিন উইকেট নিয়ে বিশ্বকাপে অনিল কুম্বলকে ছুঁলে ফেললেন বুমরা ৷ দু'জনেরই শিকার 31টি ৷ প্রাক্তন লেগ-স্পিনার কুম্বল এই শিকার করেছিলেন 18 ইনিংসে ৷ কিন্তু তিন ম্যাচ কম খেলেই জাম্বোকে ছুঁয়ে ফেললেন গুজরাতের এই ডানহাতি পেসার ৷